মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর বিগত ১৫ বছরের

মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর ও মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর
লেখক: ডাঃ মোঃ নোমান ইসলাম নিরব, এমবিবিএস, ডিএমইউ,এমএসসি(ইনকোর্স)

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৬-২০১৭ সাল থেকে জিপিএ থেকে ২০০ নাম্বার নেওয়া হয়।অর্থাৎ জিপিএ ২০০ ও লিখিত ১০০ মোট ৩০০ নাম্বারে পরীক্ষা হয়। এর আগে জিপিএ থেকে ১০০ নাম্বার নেওয়া হত আর লিখিত ১০০ মোট ২০০ নাম্বারে পরীক্ষা হত। কেউ মেডিকেল ভর্তি লিখিত পরীক্ষায় ৪০ এর নিচে পেলে অকৃতকার্য বলে গন্য হবে। এর নিচে প্রাইভেট মেডিকেল কলেজেও ভর্তি হতে পারবেনা। প্রাইভেট মেডিকেল কলেযে ভর্তি হতে চাইলেও এ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ নাম্বার (অন্তত ৪০ নাম্বার) পেতেই হবে। নিচে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বার ও সর্বনিম্ন নম্বার দেওয়া হল।

মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বার বিগত ১৫ বছরের

মেডিকেল ভর্তি পরিক্ষা বর্ষসর্বোচ্চ নম্বর (জিপিএ স্কোর সহ)
২০২৪-২৫অপেক্ষাকৃত
২০২৩-২৪২৯২.৫০
২০২২-২৩২৯৪.২৫
২০২১-২২২৮২.৭৫
২০২০-২১২৮৭.৫০
২০১৯-২০২৯০.৫০
২০১৮-১৯২৮৭.০০
২০১৭-১৮২৮২.০০
২০১৬-১৭২৭৫.২৫
২০১৫-১৬১৮৫.০০
২০১৪-১৫১৬৯.০০
২০১৩-১৪১৬৯.০০
২০১২-১৩১৭৪.৫০
২০১১-১২১৬৯.৫০
২০১০-১১১৮৭.০০
বিগত সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বিগত ১৫ বছরের তথ্য উপাত্ত গুলি ইন্টারনেট, বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এর ডাটায় কোন ভুলত্রুটি পেলে আমাদেরকে জানানোর অনুরোধ করছি, আমরা সংশোধন করে নিবো। মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর সম্বলিত পোস্ট আপনার ভর্তি প্রস্তুতি নিতে সহায়ক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর বিগত ১৫ বছরের

মেডিকেল ভর্তি পরিক্ষা বর্ষসর্বনিম্ন নম্বর
২০২৪-২৫অপেক্ষারত
২০২৩-২৪২৬৭.০০
২০২২-২৩২৬৮.৫০
২০২১-২২২৭২.২৫
২০২০-২১২৬৮.০০
২০১৯-২০২৬৭.৫০
২০১৮-১৯২৫৭.০০
২০১৭-১৮২৭০.৫০
২০১৬-১৭২৬৪.২৫
২০১৫-১৬১৭৫.২৫
২০১৪-১৫১৫৬.৫০
২০১৩-১৪১৬৬.৫০
২০১২-১৩১৬১.০০
২০১১-১২১৫১.০০
২০১০-১১১৪৬.৭৫
বিগত সালের মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বনিম্ন নম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর বিগত ১৫ বছরের তথ্য উপাত্ত গুলি ইন্টারনেট, বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর এর ডাটায় কোন ভুলত্রুটি পেলে আমাদেরকে জানানোর অনুরোধ করছি, আমরা সংশোধন করে নিবো। মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর সম্বলিত পোস্ট আপনার ভর্তি প্রস্তুতি নিতে সহায়ক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এর সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এ সর্বোচ্চ নম্বর ৯২.৫০ পায় সিলেটের মেয়ে সুমাইয়া মোসলেম মীম। এবং এবারের ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পান ২৭২.৭৫ (মুক্তিযোদ্ধা কোটা)। মেরিট লিস্টের টা জানানো হবে খুব শীগ্রই। এবারের পরীক্ষায় ১ লাখ ৪৩ ৯১৫ জন পরীক্ষার্থী অংশ নেন, এর মদ্ধে পাশ মার্ক পায় অর্থাৎ ৪০ নম্বর বা তার বেশি পেয়েছে ৭৯ হাজার ৩৩৭ জন।

আরও পড়তে পারেন ঃ

1

Leave a Comment