মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ২০২১-২০২২

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ২০২১-২২
Doctors Gang Logo

মেডিকেল ভর্তি পরিক্ষার তারিখ ২০২১-২০২২

সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২২ আগামী ১ এপ্রিলে অনুষ্ঠিত হবে।

গত ২৫ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের উদ্যোগে আয়োজিত অনলাইন বৈঠক শেষে এসব বিভিন্ন সংবাদকর্মিদের জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।

এ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন,

সবকিছু ঠিক থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল ২০২২ ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে, ডা. আবু ইউসুফ ফকির এসব বলেন।

যদিও অফিসিয়ালভাবে এখনও কোনো আদেশ হয়নি, পরীক্ষা সংক্রান্ত সবকিছু গাইডলাইন আকারে শিগগিরই প্রকাশ করা হবে।

এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে, না পুরো সিলেবাসে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্যান্য বছর যে সিলেবাসে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হত, এ বছরও একই সিলেবাসে অনুষ্ঠিত হবে। এতে কোনো ধরনের পরিবর্তন হবে না। ভর্তি পরীক্ষা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা রাখে।’

অফিসিয়াল সার্কুলার আসলে ছাত্রছাত্রীদের মনের যত সংশয় দূর হবে। খুব শীগ্রই মেডিকেল ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ হবে, প্রকাশ হলে আমরা আমাদের ওয়েবসাইটে পাব্লিশ করে দিব
আমাদের সাথে থাকুন। দ্রুত জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন।

ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ২০২১-২০২২

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১-২২ আগামী ২২ তারিখে।

সবকিছু ঠিক থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল ২০২২ ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে, ডা. আবু ইউসুফ ফকির এসব বলেন।

Leave a Comment