সরকারি মেডিকেলে চান্স পাওয়ার উপায় - মেডিকেলে চান্স পাওয়ার গল্প

কম জিপিএ নিয়ে মেডিকেল চান্স পাওয়ার জন্যে যা করতে হবে এবং যারা কম জিপিএ নিয়ে মেডিকেলে চান্স পেয়েছেন

কম জিপিএ নিয়ে মেডিকেল কলেজে চান্স পাওয়া যায় তবে এটা অনেক কঠিন

কম জিপি এ নিয়ে চান্স হয়েছে এমন কয়েকজনের উদাহরণ দিচ্ছি-

  • ১২.৫ মার্কস কাটার পরেও হুমাইদ আমিন, খুলনা মেডিকেল কলেজ চান্স পান, এইচএসসি তে তার ৪.৫ ছিল। সুত্রঃ অধিকার নিউজ
  • ইসমাইল সম্পর্কে জানি, সে এসএসসি তে ৪.৯১ পায় এইচএসসি তে ৪.৩৩, পরে আবার ইম্প্রুভ দিয়ে ৫.০০ পায়,সে দিনাজপুর মেডিকেল কলেজে অধ্যায়নরত।
    সুত্রঃ আরটিভি অনলাইন

এরা ছাড়াও আরো অনেকে আছেন, সবার তথ্য আমার কাছে নেই, আপনাদের কাছে থাকলে আমাকে জানাতে পারেন, আমি এড করে দিবো। কেননা, এদের লিস্ট দেখে অনেকেই সাহস পাবে,স্বপ্ন পুরনের জন্যে অনুপ্রেরণা পাবে,জীবনে রিস্ক নিতে চাবে।

অনেকেই আছেন যাদের ৭-১২ মার্কস কাটার পরেও চান্স পেয়েছেন। যাদের মার্কস কাটা যাবে তাদের মার্কস কম আসবে সেটা ভেবে এক্সাম এ ভালো মার্কস আনার মত পড়ালেখা করলে সম্ভব। 
কম জিপিএ নিয়ে চান্স পাওয়া যাবে তবে অনেক কঠিন। আপনাদের মদ্ধে যাদের জিপিএ কম, তাদের অনেক স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল ছাড়া সম্ভব না। আর স্ট্রাগল শেষে বিজয়ীদের সবাই মনে রাখে এবং হিরো হিসেবে রয়ে যায় ইতিহাসের পাতায়। হুমাইদ আমিন ১২.৫ মার্কস কাটার পরেও চান্স পেয়েছেন। আপনিও চাইলে পারবেন। সেটা ডিপেন্ড করবে আপনার ত্যাগ,পরিশ্রম, ও অধ্যাবসায় এর উপর।

তবে যখন আপনি কম জিপিএ নিয়ে মেডিকেল ভর্তি প্রস্তুতি নিবেন তখন আপনার অনেক ধৈর্যশীল হতে হবে সাথে গন্ডারের চামড়া গায়ে লাগাতে হবে। অনেকেই অনেক কথা বলে ডিমোটিভট করবে। সো ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আমার আর্টিকেল যদি আপনার সিদ্ধান্ত নিতে সামান্য ও সাহায্য করে তাহলেই সার্থক।

Leave a Comment