মেডিকেল ভর্তি পরীক্ষা সাজেশন : উদ্ভিদ বিজ্ঞান

উদ্ভিদ বিজ্ঞান থেকে প্রায় ১৫ টির মত প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, বেশিরভাগ প্রশ্ন নিচের টপিকস গুলো থেকেই এসেছে গত বছর গুলোতে। অন্তত দুটি বোর্ড বই ভালোভাবে মুখস্থ করে ফেলবা, যারা একটু রিস্ক নিতে চাও শুধু তাদের জন্যে এ সাজেশন। আবার ও বলছি। আগে বোর্ড বই ভালো করে পড়ে ফেল, পড়ে সাজেশন ফলো করবে। ভালো ব্যাসিক এর কোন বিকল্প নেই মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্যে। যেগুলোতে স্টার বেশি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো কম স্টার সেগুলোও অনেক গুরুত্বপূর্ণ। কেননা ১ মার্কস এর জনেও তোমার চান্স নাও হতে পারে।

বায়োলজি প্রথম পত্রের ৩,৫,৭,৮ অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা বিগত বছরগুলোতে এগুলো থেকেই বেশি প্রশ্ন এসেছিল।

★★★কোষ ও কোষের গঠন, অণুজীব, উত্রিদের কোষ বিভাজন, কোষ রসায়ন, প্রজনন, শৈবাল ও ছত্রাক।

★★শারীরতত্ত্ব, টিস্যু ও টিস্যু তন্ত্র, উদ্ভিদের ব্রায়ােফাইটা ও টেরিডােফাইটা, নগ্নবীজী ও আবৃতবীজী।

★জীব প্রযুক্তি, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ।

★★★★ কোষ ও এর গঠনঃ
ঝিল্লি বিহীন ও ঝিল্লি বন্ধ অঙ্গানুর নাম, কোষ প্রাচীরের ভৌত গঠন, ফ্লুইড মােজাইক মডেল, বিভিন্ন অঙ্গানুর (মাইটোকন্ড্রিয়ার
গঠন, প্রাস্টিড, লাইসােসসাম, এন্ডােপ্রাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, সেন্ট্রিয়েল, পারঅক্সিসােম) গুরুত্বপূর্ণ কাজ,
ক্রোমােসােমের আকৃতি, নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড এর উপাদান, DNA প্রতিলিপন এ ব্যবহৃত এনজাইম, RNA
এর প্রকারভেদ ও কাজ, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এর সংজ্ঞা এবং কোথায় সংঘটিত হয়, স্টপ কোন ৩টি।

★★★★ কোষ বিভাজনঃ কোষ চক্র, মাইটোসিস ও মায়ােসিসের গুরুত্ত্ব, মাইটোসিসের ধাপ (গুরুত্বপূর্ণ ঘটনা), মায়ােসিস ১ এর ধাপ
সমূহ (গুরুত্বপূর্ণ ঘটনা)।

★★★★ কোষ   রসায়ন
কার্বহাইড্রেটের প্রকারভেদের উদাহরণ, স্টার্চ ও সেলুলােজের পার্থক্য, লিপিডের শ্রেণী বিভাগ, প্রােটিনের শ্রেণী বিভাপ,
এনজাইমের বৈশিষ্ট্য (সেথেটিক গ্রুপ; কো-ফ্যাক্টর, কো-এনজাইম), শ্রেণিবিন্যাস, কার্যকারিতার প্রভাবক, ব্যবহার।

★★★★ অণুজীবঃ
ভাইরাসের বৈশিষ্ট্য ও প্রকারভেদ, ভাইরাস গঠিত রােগের নাম***, (জিকা ভাইরাস, চিকুনগুনিয়া, coVID-19, ডেঙ্গু ফিভার) ব্যাকটেরিয়ার প্রকারভেদের শুধু নাম, ব্যাকটেরিয়ার গঠন, অর্থনৈতিক গুরুত্ব, ব্যাকটেরিয়া গঠিত রােগ***,
ম্যালেরিয়া পরজীবীর নাম ও সৃষ্ট রােগের নাম***, সুপ্তাবস্থা কাল, এরিথ্রোসাইটিক সাইজোগনি।

★★★★ শৈবাল ও ছত্রাক
শৈবালে বৈশিষ্ট্য, প্রধান প্রধান শৈবাল শ্রেণির সংক্ষিপ্ত পরিচিতি (ছ)***, শৈবাল ও ছত্রাকের পার্থক্য, জনন পদ্ধতির নাম,
ছত্রাকের গঠন ও গুরুত্ব এগারিকাস বিস্তারিত, বিভিন্ন রােগের নাম ও জীবাণুর নাম, লাইকেনের বিস্তারিত।

★★★ ব্রায়ােফাইটা ও টেরিডাে ফাইটা, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদঃ
Pteris- এর দৈহিক গঠন, Riccia, Pteris এর বিশেষ নাম, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য***, Cycas এর বিস্তারিত*** , অমরা বিন্যাস ও এস্টিভেশন, গােত্র সমূহের বৈশিষ্ট্য, উদাহরণ।

★★★ টিস্যু ও টিস্যু তন্ত্র
ভাজক টিস্যুর শ্রেণিবিন্যাস, ভাজক ও স্থায়ী টিস্যুর পার্থক্য, সেকেন্ডারী ভাজক টিস্যুর উদাহরণ, এপিডার্মাল উপাঙ্গ, পত্র রন্ধ্র, ভাঙ্গার বান্ডলের প্রকারভেদ ও উদাহরণ***, একবীজ পত্রী মুল ও কান্ডের বৈশিষ্ট্য।

★★★ উদ্ভিদ শারীরতত্ত্ব
প্রস্বেদন, সালােকসংশ্লেষণ (বিস্তারিত), থাইলাকয়েড ইলেক্ট্রন ট্রান্সপাের্ট চেইন, বিভিন্ন শারীর তত্ত্বীয় প্রক্রিয়ার
উৎপাদ, অত্যানুকুল তাপমাত্রা, সংঘটন ভুল, C; ও C উদ্ভিদের পার্থক্য, ক্যালভিন চক্র ও হ্যাচ ও ব্লাক চক্রের মধ্যে পার্থক্য, সৰাত ও অবাত শসনের পার্থক্য, সালােকসংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য,শ্বসনিক হার।

★★ উদ্ভিদ প্রজনন
ডিম্বকের প্রকারভেদ, পুং গ্যামিটোফাইট ও স্ত্রী গ্যামিটোফাইটের উপাদান, গর্ভাশয় ও ডিম্বকের রূপান্তর উদ্ভিদের অযৌন প্রজনন (বিস্তারিত), পারথেনােজেনেসিস।
★★ জীব প্রযুক্তি
প্লাজমিডের বৈশিষ্ট্য, রেস্ট্রিকশন এনজাইম, ইনসুলিন, বায়ােম।
★★ জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণঃ
বিভিন্ন অঞ্চলের অভিযােজনিক বৈশিষ্ট্য, ইকোলজিক্যাল পিরামিড, ওরিয়েন্টাল অঞ্চল, বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী, ইন-
সিটু কনজারভেশন ও এক্স-সিটু কনজারভেশন এর উদাহরণ।

Leave a Comment