মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৪

মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৪ : রসায়ন ১ম পত্র

মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন
মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন

মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৪- রসায়ন ১ম পত্র

গতদিনের পোস্ট গুলোতে আমরা জীববিজ্ঞান ১ম ও ২য় পত্র এবং রসায়ন ১ম পত্রের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো বলেছিলাম, তাই আজকের এ পোস্টে আমরা নিয়ে এসেছি রসায়ন ১ম পত্রের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো নিয়ে। রসায়ন কোথা থেকে প্রশ্ন হয়, কেমন প্রশ্ন হয় আশা করি এগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ।

মেডিকেল ভর্তি প্রস্তুতির রসায়ন ১ম পত্র সাজেশন

রসায়ন প্রথম পত্রের ১,৩, ৫ অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ

1. ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার

  1. হ্যানড গ্লাভস
  2. প্রাইমারী ও সেকেন্ডারি স্ট্যানডার্ড পদার্থ
  3. ক্ষতিকর বিষাক্ত বিকারকের বিকল্প উপাদান।
  4. মাইক্রো ও সেমিমাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি।

2. গুণগত রসায়ন

  1. বোর পরমাণু মডেল
  2. কোয়ানটাম সংখ্যা
  3. পরমাণু ও পরমাণুর মূল কণিকা
  4. প্রথম ৩০ টি মৌলের ইলেকট্রন বিন্যাস
  5. বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য।
  6. তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অঞ্চল
  7. তড়িৎচুম্বকীয় বর্ণালীর বিভিন্ন অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য+ কম্পাংক +ব্যবহার+ এদের সূএগুলু অবশ্যই পড়বে
  8. চিকিৎসাক্ষেএে IR রশ্মির ব্যবহার।
  9. দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ

3. মৌলের পর্যায়বৃও ধর্ম

  1. ইলেকট্রন বিন্যাস অনুসারে S, P, D, F ব্লকের বর্ণনা।
  2. সকল ব্লকের সাধারণ ধর্মাবলী
  3. মৌলের পর্যায়বৃও ধর্ম( ইলেকট্রন আসক্তি, এবং আয়নীকরণ বিভব, তড়িৎ ঋণাত্মকতা)
  4. সংকর অরবিটালের প্রকারভেদ
  5. ফাজানের নিয়ম
  6. হ্যালোজেনের অকসোএসিডের উদাহরণ
  7. কয়েকটি নিরপেক্ষ ও ঋণাত্মক লিগ্যানডের এবং জটিল ঋণাত্মক আয়নের নাম।

4. রাসায়নিক পরিবর্তন

  1. উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য
  2. একমুখী ও উভমুখী বিক্রিয়ার রূপান্তর
  3. প্রভাবক
  4. বাণিজ্যিক শিল্পে অসমসতীয় ও সমসততীয় প্রভাবকের ব্যবহার
  5. রাসায়নিক সাম্যাবস্থার শর্ত
  6. কিছু এসিডের বিয়োজন ধ্রুবক
  7. এসিড ও ক্ষারকের শক্তিমাএার নির্ভরশীলতা
  8. এসিডের ক্ষারকক্ত ও ক্ষারের অম্লত্ব
  9. pH দ্রবণ+ pH স্কেল
  10. বাফার দ্রবণ
  11. মানুষের রক্তের pH
  12. কৃষি উৎপাদনে, টয়লেট্রিজ উৎপাদনে, ওষুধ সেবনে pH এর গুরুত্ব
  13. ২৫°C তাপমাএায় তীব্র এসিড, দুর্বল এসিড ও তীব্র ক্ষারকের প্রশমন তাপ

5. কর্মমুখী রসায়ন

  1. অ্যানটি অক্সিডেনট
  2. সাসপেনশন ও কোয়াগুলেশন
  3. দুধের শতকরা সংযুক্তি
  4. টেলকম পাউডার ও লিপস্টিক প্রস্তুতি
  5. গ্লাস ক্লিনার
  6. টয়লেট ক্লিনার প্রস্তুতি

আরও দেখুন-

কিছু প্রশ্ন ও উত্তর

মেডিকেল ভর্তি পরীক্ষায় রসায়ন থেকে কতগুলো প্রশ্ন আসে?

মেডিকেল ভর্তি পরীক্ষায় রসায়ন থেকে ২০ টি প্রশ্ন আসে।

রসায়ন থেকে কোন ধরনের গাণিতিক সমস্যা আসে?

মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩-৫ টার মত গাণিতিক সমস্যা থাকে। যেগুলো ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে করা যায়। এখানে ছোট ছোট কিছু ম্যাথ আসে। তাই ম্যাথের থেকে থিওরি বেশি গুরুত্ব দিন। তবে ম্যাথের সুত্র, সম্পর্ক, কোনটা কমলে কোনটা বাড়বে,এগুলো অনেক ইইম্পরট্যান্ট।

Leave a Comment