সরকারি মেডিকেলে কলেজ তালিকা

মেডিকেলে এমবিবিএস ১ম বর্ষের জন্যে যেসব বই পড়তে হবে

এমবিবিএস ১ম বর্ষের জন্যে যেসব বই পড়তে হয় 

মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পর, এমবিবিএস ১ম বর্ষে ভর্তি হলেই, শুরু চিকিৎসক হওয়ার নতুন যাত্রা। এ যাত্রায় মেডিকেল ছাত্রছাত্রীদের বিভিন্ন বইব পড়তে হয় তার মধ্যে তিনটি মেজর বই।

  1. অ্যানাটমি 
  2. ফিজিওলজি 
  3. বায়োকেমিস্ট্রি 

এমবিবিএস প্রথম বর্ষের যেসব মেইন বই পড়ানো হয়

এনাটমি মেইন বই

  1. গ্রে অ্যানাটমি
  2. স্নেল ক্লিনিকাল এনাটমি
  3. জেংকুরিয়া হিস্টোলজি
  4. ডত্ত এনাটমি – ভলিউম ১,২ ও ৩
  5. বিডি চৌরাশিয়া এনাটমি – ভলিউম ১,২ ও ৩
  6. ভিসেরাম সিং এনাটমি – ভলিউম ১,২ ও ৩

ফার্স্ট প্রফে এনাটমি পাশ করার জন্যে যেসব বই পড়তে হবে

  1. যেকোন প্রকাশনির একটি গাইড বই (যেগুলোতে বিগত সালের প্রশ্ন উত্তর রয়েছে)
  2. নিজ নিজ মেডিকেল কলেজের লেকচার নোট,
  3. বড় ভাইদের ফাইনাল প্রফে যেসব প্রশ্ন ধরেছিল সেসব সাজেসন, স্যার ম্যামডের পছন্দের প্রশ্নসমুহ ইত্যাদি।

ফিজিওলজি

  1. গ্যানন ফিজিওলজি
  2. গাইটন ও হল ফিজিওলজি
  3. বি আর এস ফিজিওলজি ইত্যাদি

ফার্স্ট প্রফে ফিজিওলজি পাশ করার জন্যে যেসব বই পড়তে হবে

  1. যেকোন প্রকাশনির একটি গাইড বই (যেগুলোতে বিগত সালের প্রশ্ন উত্তর রয়েছে)
  2. নিজ নিজ মেডিকেল কলেজের লেকচার নোট,
  3. বড় ভাইদের ফাইনাল প্রফে যেসব প্রশ্ন ধরেছিল সেসব সাজেসন, স্যার ম্যামডের পছন্দের প্রশ্নসমুহ ইত্যাদি

বায়োকেমিস্ট্রি

  1. হার্পার বায়োকেমিস্ট্রি
  2. লিপিনকট বায়োকেমিস্ট্রি
  3. এবিসি বায়োকেমিস্ট্রি – ডাঃ মোজাম্মেল হোসেন স্যার

ফার্স্ট প্রফে বায়োকেমিস্ট্রি পাশ করার জন্যে যেসব বই পড়তে হবে

  1. এবিসি বায়োকেমিস্ট্রি – ডাঃ মোজাম্মেল হোসেন স্যার
  2. যেকোন প্রকাশনির একটি গাইড বই (যেগুলোতে বিগত সালের প্রশ্ন উত্তর রয়েছে)
  3. নিজ নিজ মেডিকেল কলেজের লেকচার নোট,
  4. বড় ভাইদের ফাইনাল প্রফে যেসব প্রশ্ন ধরেছিল সেসব সাজেসন, স্যার ম্যামডের পছন্দের প্রশ্নসমুহ ইত্যাদি

এই বই গুলোর আরো অনেক বই রয়েছে এগুলো জানতে নিচের ভিডিও টি দেখে নিন।অন্যদিন সময় করে আরো বিস্তারিত লিখবো।

আরো বিস্তারিত জানতে পড়ুন : বাংলাদেশে এমবিবিএস প্রথম বর্ষে যেসব পড়ানো হয় ও কিনতে হয়

আরও পড়ুন

  1. সরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ
  2. প্রাইভেট মেডিকেল নিয়ে যেসব প্রশ্ন কমনলি করা হয় এবং খরচ সহ বিস্তারিত জেনে নিন
  3. মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স না পেলে কি করবে | কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে প্রস্তুতি নিবে

Leave a Comment