
বিএমডিসি অনলাইন রেজিষ্ট্রেশন প্রসেস (এমবিবিএস এন্ড বিডিএস)
Table of Contents
বিএমডিসির অনলাইন প্রক্রিয়ায়, অনেকেই বেশ কিছু ঝামেলায় পড়েন।
আমি আমার রেজিস্ট্রেশন এর অভিজ্ঞতা থেকে পুরো প্রসেসটা সহজে বোধগম্য করার চেষ্টা করেছি।
রেজিস্ট্রেশন এ হাত দেয়ার আগে আপনাকে যেই জিনিসটা সিউর করতে হবে, তা হলো, আপনার BMDC এর ডকুমেন্ট ছাড়া অন্য সমস্ত ডকুমেন্ট, যেমন NID, University registration card, E-TIN, MBBS certificate (University), College Testimonial এগুলাতে যদি আপনার নাম বা আপনার বাবা-মায়ের নামে কোনো ভুল থাকে, তাহলে আগে ওইগুলা কারেকশন করে নিবেন দয়া করে। BMDC এর কোনো ডকুমেন্ট এ ভুল থাকলে(student registration certificate বা BMDC provisional) সেটা BMDC তে অফলাইনে পার্মানেট রেজিস্ট্রেশন আনার ডেট দিলে, সেইদিন এগুলা correction করে নিতে পারবেন। বা চাইলে আগে থেকেও কারেকশন করে রাখতে পারেন।
★★খুব খেয়াল করে মনে রাখবেন, আপনার NID এর নিজের এবং বাপ-মায়ের নামের সাথে আপনার সমস্ত ডকুমেন্টস/সার্টিফিকেট এ দেয়া নিজের এবং বাপ-মায়ের নামের হুবহু মিল থাকতে হবে। এইক্ষেত্রে আপনার আব্বা-আম্মার নিজেদের NID এর সাথে মিল থাকা জরুরি নয়, BMDC আপনার ডকুমেন্টস এবং NID চেক করবে, উনাদেরটা নয়, একটা ডট(.) একটা হাইফেন(-) এমনকি হসন্ত(্) এর ভুল থাকলেও সমস্যা হবে।
অনেকেই মনে করতে পারেন, NID তে তো বাংলা নাম থাকে বাপ-মায়ের, সব জায়গায়তো ইংলিশ এ আছে। মনে রাখবেন, ভার্সিটির রেজিস্ট্রেশন কার্ড এ আপনার এবং আপনার বাপ-মায়ের নাম ইংলিশ/বাংলা দুইভাবেই আছে।
বিএমডিসি অনলাইন রেজিষ্ট্রেশন করার জন্যে যা আগে থেকেই করে নিতে হবে।
A. বিএমডিসি অনলাইন রেজিষ্ট্রেশন এর প্রথম কাজ
রেজিস্ট্রেশন প্রসেস শুরু করার আগে আপনাকে প্রথম যেই কাজটা করতে হবে তা হলো, Internship Completed certificate & BMDC provisional এগুলার ফটোকপি নিয়ে কলেজ অফিসে কথা বলা, যেনো উনারা BMDC College Login থেকে আপনার Registration এর জন্যে Apply করে দেয়, অন্যথায় আপনি payment করতে পারবেন না।
B. বিএমডিসি অনলাইন রেজিষ্ট্রেশনের আগের ২য় কাজ
আপনার সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি স্ক্যান করে pdf করে নিতে হবে। Scan এর জন্য বেস্ট হলো cam scanner software (এখান থেকে pdf/jpj সবই করা যায়)। অথবা দোকান থেকেও স্ক্যান করে pdf করে নিতে পারেন।
ডকুমেন্টস আপলোড করার সুবিধার্থে আপনি 10 টা ডকুমেন্টসই Google Drive এ একটা ফোল্ডার করে আপলোড করে রাখতে পারেন। এতে আপলোডের সময় খুঁজে পেতে সুবিধা হয়।
- NID (both side scan must & grid 2 pictures in one photo by Gridart software)
- University Registration card
- Decleartion form of Code of Medical Ethics (এইটা ডাউনলোড করতে হবে বা কলেজ থেকেও দিবে, must be attested by principal)
Ethics form Download link: https://payment.bmdc.org.bd/upl/doc/forms/24Ts0dNkjetv.pdf - BMDC provisional registration certificate
- BMDC student registration সার্টিফিকেট
বিঃদ্রঃ এই ৫ টা ডকুমেন্টের ফাইল BMDC এর প্রাথমিক/পেমেন্ট এর আগের স্টেপে আপলোড করা লাগবে, পেমেন্টের পর নিচে দেওয়া ৫ টা ডকুমেন্ট লাগবে।
- E-TIN
- Internship Completed Certificate
- Duly Filled Registration Form
Download Link:⬇️
https://payment.bmdc.org.bd/upl/doc/forms/Zbs851umPX6i.pdf - MBBS/BDS Certificate (Versity)
- College Testimonial
Photo resizer দিয়ে আপনার একটা formal ছবিকে 300×300 তে resize করে রাখতে হবে।
C. বিএমডিসি অনলাইন রেজিষ্ট্রেশনের আগের ৩য় কাজ
এরপর আপনাকে উপরের উল্লিখিত B এর Ethics & registration form ছাড়া বাকী ৮ টাই ফটোকপি করে attested করতে হবে (তবে DU MBBS certificate photocopy করার সময় সার্টিফিকেট এর দুইপাশই অবশ্যই ফটোকপি করতে হবে।)
এর সাথে 3 copy passport size photo এই সবকিছু Principal (ethics & photo must be principal) বা Gazetted officer দিয়ে attested করতে হবে।
D. বিএমডিসি রেজিস্ট্রেশন অনলাইনে যেভাবে করবেন
এবার রেজিস্ট্রেশন করার পালা। প্রথমে আপনাকে User ID registration করতে হবে। লিংকঃ⬇️
https://payment.bmdc.org.bd/home/apply/register-form
এখানে কয়েকটা জিনিস পাবেন
(কি করবেন, নিচের A ছবিতে বর্ণনা দেয়া আছে)।
ছবিটি ডাউনলোড করে নিন ক্লিয়ার দেখার জন্যে এরপরেও ক্লিয়ার দেখা না গেলে পোস্টের নিচে আমরা লিংক দিয়ে দিবো সেখান থেকে দেখে নিবেন

শেষ হলে search doctor এ ক্লিক করবেন। এরপর
(নিচের B ছবিতে কি করবেন, ছবিতে বর্ণনা দেয়া আছে)

শেষ হলে proceed to next দিবেন
(নিচের C ছবিতে পরপর ৩ টা স্টেপের বর্ণনা দেয়া আছে)

এরপর লগ-ইন করবেন বা লগ-ইনের জন্যে নিচের লিংকে ক্লিক করুন:⬇️
https://payment.bmdc.org.bd/register/dashboard/login
লগ-ইন হলে আইডি-পাসওয়ার্ড সেইভ করে রাখুন পরবর্তী কাজের জন্য। লগ-ইন করলে নিচের D এর মত পেইজ আসবে। (ছবিতে বর্ণনা দেয়া আছে)

এরপর NID verify, Photo Upload (300×300 size) & Documents upload করতে হবে। (নিচের E ছবিতে বর্ণনা দেয়া আছে)
এরপর সব ডকুমেন্টস একটা একটা করে সিলেক্ট করে pdf ফাইল হিসেবে আপলোড করবেন। মনে রাখবেন, ভিন্ন ভিন্ন ডকুমেন্টস এর জন্য ভিন্ন ভিন্ন pdf. একটার ভিতরে সবগুলা নয় (নিচের F ছবিতে বিস্তারিত লিখা আছে)।
বিএমডিসি অনলাইন রেজিষ্ট্রেশন Payment সিস্টেম


Payment শেষ হলে, আরো ৫ টা ডকুমেন্টস pdf করে আপলোড করা লাগবে (উপরে উল্লিখিত B এর ৬-১০, বিস্তারিত H ছবিতে আছে)। সবকিছু শেষ হলে (নিচের I) ছবির মত Homepage দেখাবে।

যারা এখনো E-TIN খুলেন নাই, আপনারা চাইলে নিম্নোক্ত লিংকে গিয়ে নিজেই E-TIN খুলতে পারেনঃ
https://secure.incometax.gov.bd/Registration
এছাড়াও মোবাইলে কাজ সারার সুবিধার্থে আপনারা (J) ছবির Apps গুলো ইনস্টল করে রাখতে পারেন।
আপনার মোবাইলে মেসেজ আসবে, আপনাকে কোনদিন যেতে হবে, সেদিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং Attested করা Photocopy ও ৩ কপি ছবি(attested) সাথে নিয়ে যাবেন এবং পেমেন্ট রিসিপ্ট ও প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন। আপনার যদি BMDC student registration card বা BMDC provisional এ কোনো ভুল থাকে, তাহলে S.S.C এবং H.S.C এর সার্টিফিকেট অবশ্যই সাথে নিয়ে যাবেন।
বিএমডিসি রেজিষ্ট্রেশন চেক
অনলাইনে বিএমডিসি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে, আপনি যেদিন Full Registration Certificate পাবেন। আপনাকে, আপনার Certificate টা স্ক্যান করে, pdf করে আবার আপলোড দিতে হবে। Otherwise আপনার Number টা অনলাইন সার্চে আসবে না বা অনেক লেট প্রসেস হবে।
https://payment.bmdc.org.bd/register/dashboard/login
এই লিংকে আপনার user id & password দিয়ে লগ-ইন করার পর A এর মত পেইজ দেখাবে,

এরপর Blue Circle এর ডকুমেন্ট আপলোড ক্লিক করলে B পেইজ আসবে,

তারপর Reacquired Document Type ক্লিক করলে C পেইজের মত BMDC Full registration certificate এর Dial বক্স ওপেন হবে।

এরপর Certificate এর pdf file টা সিলেক্ট করে আপলোড দিলেই D এর মত ডকুমেন্টস এ পেন্ডিং দেখাবে। আপনার কাজ শেষ।

বিঃদ্রঃ মোবাইলে স্ক্যান+পিডিএফ এর জন্য camscanner use করতে পারে।
বিএমডিসির অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন, তার ফুল প্রসেস এই পোস্টে বিস্তারিত আছে।
মূল লেখক :
ডাঃ মোহাম্মদ আরিফ হোসাইন, সেশনঃ২০১৪-১৫, এস.এম.সি.এইচ, এস.এম.সি.এইচ, সেশনঃ ২০১৪-১৫