বিএসএমএমইউ এমফিল-ডিপ্লোমা জুলাই ২০২২ সেশনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি

বিএসএমএমইউ এমফিল-ডিপ্লোমা জুলাই ২০২২ ভর্তি পরিক্ষা বিজ্ঞপ্তি।

বিএসএমএমইউ এমফিল-ডিপ্লোমা জুলাই ২০২২ সেশনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গতদিন ৫ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক নোটিসে বিএসএমএমইউ এমফিল-ডিপ্লোমা জুলাই ২০২২ এর কথা জানানো হয়েছে।

এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদেরকে বিএসএমএমইউ এবং এর অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটে জুলাই ২০২২ সেশনের এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বিএসএমএমইউ এমফিল,এমমেড, ডিপ্লোমা ও পাব্লিক হেলথ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ জুলাই ২০২২। এটি প্রতিবছর জুলাই মাসে শুরু হয়।

কে কোন বিষয়ে ও কোন ফ্যাকাল্টিতে ভর্তি হবেন তস্ত সম্পর্কে বিস্তারিত জেনে নিন, বিএসএমএমইউ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে (www.bsmmu.edu.bd), এখান থেকে এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের জন্য নির্ধারিত বিষয়গুলো আগে দেখে নেন তারপর আবেদন করতে পারবে।

বিএসএমএমইউ এমফিল,এমমেড, ডিপ্লোমা ও পাব্লিক হেলথ কোর্সের ভর্তি ফি ও প্রদানের নিয়ম

প্রার্থীকে পূবালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে শাহবাগ শাখায় ‘বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও বিবিধ তহবিল’ অ্যাকাউন্টে ৪০০০.০০ টাকা (অফেরতযোগ্য) ড্রাফট করতে হবে। ব্যাংকেল একাউন্ট নাম্বার অফিসিয়াল সার্কুলার এ দেওয়া আছে নিচে থেকে দেখে নেন।

বিএসএমএমইউ এমফিল,এমমেড, ডিপ্লোমা ও পাব্লিক হেলথ কোর্সের আবেদনের সময়সীমা

বিএসএমএমইউ এমফিল,এমমেড, ডিপ্লোমা ও পাব্লিক হেলথ কোর্সের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। পরে প্রার্থীরা ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ সকাল ১১:৫০ পর্যন্ত নিজ নিন দরখাস্তের আইডি নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন থেকে প্রবেশপত্র প্রিন্ট দিতে পারবেন।

বিএসএমএমইউ এমফিল,এমমেড, ডিপ্লোমা ও পাব্লিক হেলথ কোর্সের প্রবেশ পত্র ডাউনলোড এর সময়সীমা :
প্রবেশপত্র ডাউনলোড করাত কোন তারিখ এ বিজ্ঞপ্তিতে বলা হয়নি, পরবর্তীতে নোটিশে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার তারিখ:

বিএসএমএমইউ এমফিল,এমমেড, ডিপ্লোমা ও পাব্লিক হেলথ কোর্সের পরীক্ষার তারিখ এ বিজ্ঞপ্তিতে বলা হয়নি, পরবর্তীতে নোটিশে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার তারিখ এ বিজ্ঞপ্তিতে বলা হয়নি, পরবর্তীতে নোটিশে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার ভেনু:

বিএসএমএমইউ এমফিল,এমমেড, ডিপ্লোমা ও পাব্লিক হেলথ কোর্সের পরীক্ষার স্থান এ বিজ্ঞপ্তিতে বলা হয়নি, পরবর্তীতে নোটিশে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার ভেনু কোথায় হবে এ বিজ্ঞপ্তিতে বলা হয়নি, পরবর্তীতে নোটিশে জানিয়ে দেওয়া হবে।

Leave a Comment