
কোটা আন্দোলনের পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কি?
Table of Contents
কোটা আন্দোলনের পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কি না সে বিষয়ে কোন কিছু জানা যায়নি, নতুন সার্কুলার আসলে জানা যাবে। পূর্বের সার্কুলার এ কোটা কেমন ছিল তা নিম্নে তুলে ধরা আছে। নতুন কোন আপডেট আসলে, আর্টিকেলটি আবার আপডেট করা হবে।
ডাঃ মোঃ নোমান ইসলাম নিরব , এমবিবিএস, ডিএমইউ, এমএসসি(ইনকোর্স)
মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা
মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা রয়েছে ৮৭ টি। যে সকল আবেদনকারীর বাবা/মা/দাদা/দাদি/নানা/নানি কেউ মুক্তিযুদ্ধ করেছিলেন এবং মুক্তিযোদ্ধার সনদ রয়েছে তারা এ কোটার সুবিধা পাবেন।
মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় আবেদন
মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন করার সময় মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই উল্লেখ করতে হবে। মুক্তিযুদ্ধ কোটারর ঘর ভালোভাবে পুরন করতে হবে, মুক্তিযুদ্ধ সনদের নম্বর এবং গেজেট নম্বর দিতে হয় (অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি পরে দেখবেন), সঠিক ভাবে আবেদন করলে, মুক্তিযুদ্ধ কোটা থাকার সুবিধা পেতে পারেন।
মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা থাকলে কি চান্স নিশ্চিত?
কখনও না, মুক্তিযুদ্ধ কোটা থাকলেই চান্স হবেনা। হয়ত মেরিট লিস্টের সর্বনিম্ন কয়েক মার্ক্স কম থাকলেও হওয়ার সম্ভাবনা থাকে। আর মুক্তিযুদ্ধ কোটা থাকে এমন অসংখ্য ছাত্রছাত্রী আবেদন করে, তাই কোটাধারিদের মদ্ধে ভালোকরতে না পারলে চান্স হবেনা, কোটা থাকা একটু সুবিধা, এই সুবিধা তখনই কাজ করবেন যখন আপনি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে প্রচুর স্টাডি করবেন ও পরিশ্রম করবেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্যে।