মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স না পেলে তুমি কি করবে : চলুন জেনে নেই
Table of Contents
এ বিষয় নিয়েই আজকে আমার এই আর্টিকেল।
মেডিকেল প্রিপারেশন দিয়েই যেসব জায়গায় পরীক্ষা দিতে পারো
- ডেন্টাল কলেজ
- এএফএমসি (আর্মি মেডিকেল কলেজ)
- সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়
- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট(বায়োলজি ফ্যাকাল্টি)
- রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট(বায়োলজি ফ্যাকাল্টি)
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক ও ঘ ইউনিট
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
উপরোক্ত জায়গায় পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করে নাও, তুমি অযোগ্য নও, আল্লাহ হয়ত তোমাকে ডাক্তার হিসেবে কবুল করেনি,হয়ত অন্য কোথায় তোমার জন্যে বেস্ট কিছু রয়েছে।
উপরোক্ত বিশ্ববিদ্যালয় গুলোর জন্যে কিভাবে পারতে হয় তার বিষয়ে বিস্তারিত জেনে নিন আমার ওয়েবসাইটে :
সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়
কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্যে যেসব পড়তে হবে
নেটওয়ার্ক গাইড
বিগত সালের প্রশ্ন
বায়োলজি মেডিকেল প্রিপারেশন ই যথেষ্ট
কেমিস্ট্রি মেডিকেল প্রিপারেশন ই যথেষ্ট
উচ্চতর গণিত ঃ সরলরেখা,বিন্যাস, সমাবেশ,অন্তরিকরণ, স্থিতিবিদ্যা,কৌনিক ও দ্বিপদী বিসতৃতি।
পদার্থ বিজ্ঞান : প্রতিটি মূল বইয়ের শেষে যে গাণিতিক এমসিকিউ থাকে সেগুলো ভালো করে সলভ করবে, কেননা পদার্থ বিজ্ঞানের ২০ টি প্রশ্নের মাঝে ১০-১৫ টি হয় ম্যাথ।
ডেন্টাল (বিডিএস) এডমিশন
ডেন্টাল এডমিশন এর জন্যে যেসব পড়তে হবে
1. মেডিকেল
জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের জন্যে যেসব পড়তে হবে
1. মেডিকেল প্রিপারেশন ই যথেষ্ট
2. বিগত সালের প্রশ্ন
3. আইকিউ
ডি ইউনিটের মার্ক ডিস্টিবিউশন-
উদ্ভিদবিজ্ঞান-২২
প্রাণীবিজ্ঞান-২২
রসায়ন-২৪
বাংলা ও ইংরেজি-৮
আইকিউ-৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটএর জন্যে যেসব পড়তে হবে
1. মেডিকেল প্রিপারেশন ই যথেষ্ট
2. বিগত সালের প্রশ্ন
(এই লেখাটির কাজ চলতেছে তিনদিন পরে সম্পুর্ন হবে)
আপনাদের কোন কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি সময়মত উত্তর দিবো।বন্ধুদের সাথে শেয়ার করুন।