আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়ার খরচ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ যেহেতু সেনাবাহিনী পরিচালিত সরকারি মেডিকেল এজন্য খরচ তুলনামূলক কম।

প্রতি মাসে টোটাল খরচ-৮,৫০০ টাকা
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি হবার সময় সামরিক বাহিনির সদস্য ও সরকারি চাকুরীজীবিদের সন্তানের ক্ষেত্রে প্রায় দেড় লক্ষ (১.৫) টাকা ও সাধারণ মানুষের ক্ষেত্রে দুই লক্ষ (২) টাকা কশন মানি হিসেবে জামানত দিতে হয় যা MBBS শেষ করার পর ফেরত দেওয়া হয়।
এছাড়া এ কশন মানির সাথে ৫০ হাজার টাকা সবাইকে দিতে যার মধ্যে, ১৫ হাজার ভর্তি ফি এবং প্রথম ৩ মাসের হোস্টেল, লন্ড্রি, খাওয়া, আউটফিট চার্জ।
তারপর প্রতি ৩ মাস পর পর প্রায় ২৬,০০০ টাকা করে দিতে হয়, প্রতি মাসেও দিতে পারবেন। যার ফলে কলেজ থেকে ৫ বেলা খাওয়া, কাপড়, লন্ড্রি থেকে শুরু করে সব সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়া একাডেমিক কোনো খরচ নেই বললেই চলে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পড়ার জন্যে।

আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ

বগুড়া আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ

বগুড়া আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ নিচের সারণী তে তুলে ধরা হচ্ছে।

সেকশনআর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ (আর্মি পার্সনেল দের ক্ষেত্রে প্রযোজ্য)
এডমিশন ফি১,৩৫০,০০০.০০ টাকা
ইন্টারনি ফি১,৮০,০০০.০০ টাকা
টিউশন ফি৮৪,০০০ টাকা চারবার দিতে হবে পুরো কোর্সে, অর্থাৎ ৩,৩৬,০০০ টাকা (সম্ভবত তিনমাস পর পর
অন্যান্য ফিসহ সর্বমোট ২৬,৭৫,০০০.০০ টাকা
বগুড়া আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ
সেকশনআর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ (নন-আর্মি পার্সনেল দের ক্ষেত্রে প্রযোজ্য)
এডমিশন ফি১,০,০০০.০০ টাকা
ইন্টারনি ফি১,৮০,০০০.০০ টাকা
টিউশন ফি৯৬,০০০ টাকা চারবার দিতে হবে পুরো কোর্সে, অর্থাৎ ৩,৩৬,০০০ টাকা (সম্ভবত তিনমাস পর পর
অন্যান্য ফিসহ সর্বমোট ৩০,০৫,০০০.০০ টাকা
বগুড়া আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ

অন্যান্য ফি সহ বিস্তারিত নিচের ছবিতে দেওয়া আছে, এটি কোন কারনে কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারেন তাই আপডেট তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন – http://www.amccomilla.edu.bd/

আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ
বগুড়া আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ

কুমিল্লা আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ

কুমিল্লা আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ

আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ এভারেজ

কলেজ ভেদে চ্যাঞ্জ হতে পারে এই হিসেব, আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিবেন, ভর্তি হওয়ার আগে।

আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ সেনাবাহিনী পরিচালিত বেসরকারি আর্মি মেডিকেল কলেজ এজন্য খরচ বেশি। ভর্তির সময় সামরিক ও সরকারি চাকুরীজীবিদের সন্তানের ক্ষেত্রে প্রায় ১৫ লক্ষ ৪০ হাজার ও সাধারণ মানুষের ক্ষেত্রে প্রায় ১৮ লক্ষ ১০ হাজার টাকা দিতে হয়। এরপর প্রতি ৩ মাস পর পর একইভাবে যথাক্রমে প্রায় ৫৫,২৫০ ও ৫৮,২৫০ টাকা করে আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ হিসেব আপনাকে গুনতে হবে।
আর্মি মেডিকেল কলেজে পড়ার খরচ

Leave a Comment