medical mbbs admission test

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।১৯ টি কেন্দ্রের ৫৭টি ভেনুতে ১ লাখ ৪৩ ৯১৫ জন ছাত্রছাত্রী আজকের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ আজকে সকাল ১০.০০ টা থেকে সকাল ১১.০০ পর্যন্ত হবে। পরীক্ষা হবে ১০০ নম্বরে এবং জিপিএ থেকে ২০০ নম্বর যোগ করে মোট ৩০০ নম্বরে মেধাতালিকা তৈরি করা হবে। ইতিমধ্যে ছাত্রছাত্রীদের ভীড়ে মেডিকেল ক্যাম্পাস গুলোকে ঈদের দিনের মত লাগতেছে। আমি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন কে মেডিকেলের ঈদের দিন বলে থাকি। হাজার হাজার ছাত্রছাত্রীরা এসেছেন অনেকদিন এর লালিত স্বপ্ন একটি সাদা এপ্রোন, গলায় স্টেথোস্কোপ পড়ে ডাক্তার হওয়ার। সবার জন্যে এ ভাগ্য হয়না। ৪৩৫০ জনের জন্যে সরকারি মেডিকেল কলেজে এ ভাগ্য বরাদ্দ রয়েছে। কেউ জোর করে ছিনিয়ে নিতে যেন না পারে, যার জন্য উপযুক্ত অথবা যে সঠিক পরিশ্রমি ডেডিকেটেড এটি পাওয়ার জন্যে আজকে তার জয় হবে। আমি ২০১৬-১৭ সালের ভর্তি পরীক্ষায় মেডিকেলে চান্স পাই। আজকের দিনটি আসলে একটা শিহরন বয়ে যায় শরীরে। সত্যি অনেক ভিতিময়, টেন্সনময় সময় ছিল। আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা আজকের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। তোমাদের জন্যে রইল শুভকামনা। আশা করি ক্যাম্পাসে দেখা হবে।

সিইও,ডক্টরস গ্যাং ডট কম,

মো নোমান ইসলাম নিরব, এমবিবিএস শেষ বর্ষ, রংপুর মেডিকেল কলেজ।

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ

আরো কিছু জানতে –

  1. www.doctorsgang.com লিখে ভিজিট কর, মেডিকেল ভর্তি পরীক্ষা বিষয়ক প্রায় সব তথ্য পেয়ে যাবে একসাথে।
  2. আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন করেও অনেক সহযোগিতা পেতে পারেন অথবা অন্য কাউকে সহযোগিতা করতে পারেন। গ্রুপ লিংক নিচে দিচ্ছি।
  3. www.doctorsgang.com লিখে ভিজিট কর, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২ এর সলুশন পেতে অথবা medical admission test question solution 2022 doctors gang লিখে গুগল সার্চ করুন।

আপনাদের সবাইকে ধন্যবাদ, ব্লগটি পড়ার জন্যে।

Leave a Comment