image

বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও কিছু প্রশ্নোত্তর

image

কিভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে হবে?

যেভাবে বিসিএস প্রস্তুতি নিবেন,তার জন্যে সহায়ক কিছু পরামর্শ –

  1. প্রথমে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ভালো করে জানুন, সিলেবাস অনুযায়ী ইম্পরটেন্ট তথ্য গুলো পড়বেন শুধু। লিখিত পরীক্ষার সিলেবাসটাও দেখে রাখুন।
  2. সিলেবাসের অন্তর্ভুক্ত সব টপিক্স গুলো শেষ করুন, পরীক্ষার আগে কয়েবার রিভাইজ করুন।
  3. আপনি আমার অন্য একটি আর্টিকেল দেখতে পারেন, যেখানে আমি বিসিএস প্রস্তুতি নিয়ে কিছু টিপস দিয়েছি।
  4. প্রতিদিন এক্সাম দিন, মডেল টেস্ট দিন, প্রয়োজনে একটি মানসম্মত কোচিং এ ভর্তি হয়ে তাদের এক্সাম গুলোতে ভালো করার চেস্টা করুন।
  5. ধৈর্য ধরুন, দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নিন, সাহস রাখুন, প্রে করুন।ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন।
  6. মনে রাখবেন, যারা বিসিএস পায় তারা এলিয়েন নয়, আপনার আমার মতই মানুষ, ওরা পাড়লে আমিও পাড়বো।
  7. আরো মনে রাখবেন, দিনশেষে পরিশ্রমকদের বিজয় হয়।

বিসিএস পরীক্ষা নিয়ে কিছু প্রশ্নোত্তর পর্ব

বিসিএস লিখিত পরীক্ষায় কতগুলো বিষয় রয়েছে

বিসিএস লিখিত পরীক্ষায় ৬/৭ টি বিষয় রয়েছে। যেমন ঃ বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত ও মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং একাডেমিক বিষয়।

বিসিএস পরীক্ষা কি ইংরেজিতে দেওয়া যায়?

জ্বি, বিসিএস পরীক্ষা ইংরেজিতে দেওয়া যাবে।

বিসিএস পরীক্ষা কত মার্কসের উপরে হয়ে থাকে?

বিসিএস প্রিলিমিনারি ২০০ নম্বরে ,বিসিএস লিখিত ৯০০ নম্বরে, এবং ভাইভা ২০০ নম্বরে। মোট নম্বর হল ১১০০ সাধারণ বা টেকনিক্যাল ক্যাডারে অন্যদিকে ১৩০০ উভয় ক্যাডারে পরীক্ষা দিলে, বিসিএস প্রিলিমিনারি এর ২০০ নম্বর মোট নম্বরে হিসেব করা হয়না।

বিসিএস পরীক্ষায় কোন নেগেটিভ মার্ক রয়েছে?

বিসিএস পরীক্ষায় নেগেটিভ মার্ক রয়েছে। প্রতি একটি ভুল উত্তর দেওয়ার জন্যে ০.৫ মার্ক কেটে নেওয়া হয়।

কতগুলো ক্যাডার রয়েছে?

বর্তমানে বিসিএস এ ২৭ টি ক্যাডার রয়েছে।

 

 

Leave a Comment