image

বিসিএস পরীক্ষা কতবার দেওয়া যায় এবং বয়স সীমা কত – সর্বশেষ আপডেট অনুযায়ী

বিসিএস পরীক্ষা কতবার দেওয়া যায়

image

আপনি বিসিএস পরীক্ষা কতবার দিতে পারবেন তা নির্ভর করছে আপনার বয়েসের উপর। বিসিএস পরীক্ষার বয়সসীমা হল ২১-৩০ বছর অথবা ২১-৩২ (বিশেষ ক্ষেত্রে) পর্যন্ত। আপনার গ্রাজুয়েশন যদি ২৪ বছর বয়েসে শেষ হয় তাহলে আপনি ৬ বছর সময় পাবেন ৩০ বছর হতে। এই ছয় বচরে পিএসসি যতগুলো বিসিএস পরীক্ষা নিবে আপনি ততগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আরও দেখুন –

বর্তমানে বিসিএস পরীক্ষা দেওয়ার বয়সসীমা

১) সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে – বিসিএস পরীক্ষার বয়সসীমা

পিএসসি যে মাসে বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন পাব্লিশ করবে সে মাসের ১ তারিখে যদি কোন প্রার্থীর বয়স – ২১ বছরের কম হয় অথবা ৩০ বছরের বেশি হয় তাহলে ওই প্রার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্যে যোগ্য নয়। অর্থাৎ আপনার বয়স ২১-৩০ বছরের মদ্ধে হতে হবে। তাহলেই আপনি যোগ্য বলে বিবেচিত হবেন।

২) হেলথ ক্যাডার – বিশেষ ক্ষেত্র

মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন অথবা ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাশ করেছেন শুধু তারাই স্বাস্থ ক্যাডারে আবেদন করতে পারবেন। মেডিকেল স্টুডেন্টদের গ্রাজুয়েশন শেষ করতে ইন্টার্নসহ ৬ বছর লাগে, এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা পাশ করলেই বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারে।অর্থাৎ ৫ বছর পর। যেখানে সাধারণ গ্রাজুয়েট রা ৪ বছরেই বিসিএস পরীক্ষার জন্যে যোগ্য হয় এবং আলাদা এক বছর ইন্টার্ন করতে হয়না। তাই স্বাস্থ ক্যাডারে অন্যান্য ক্যাডার থেকে ২ বকছর বেশি দেওয়া হয়েছে। স্বাস্থ ক্যাডারে আবেদন কারীদের সর্বোচ্চ বয়স ৩২। তাদের ক্ষেত্রে পিএসসি যে মাসে বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন পাব্লিশ করবে সে মাসের ১ তারিখে যদি কোন প্রার্থীর বয়স – ২১ বছরের কম হয় অথবা ৩২ বছরের বেশি হয় তাহলে ওই প্রার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্যে যোগ্য নয়। অর্থাৎ আপনার বয়স ২১-৩২ বছরের মদ্ধে হতে হবে। তাহলেই উক্ত পরীক্ষার্থী যোগ্য বলে বিবেচিত হবেন।

৩) মুক্তিযোদ্ধা কোটা,প্রতিবন্ধি কোটা – বিশেষ ক্ষেত্র

বিশেষ কিছু ক্ষেত্রে বয়স ২১-৩২ বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যায়।সেগুলো হল মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা রয়েছে এবং স্বাস্থ ক্যাডারে আবেদন কারীদের সর্বোচ্চ বয়স ৩২। তাদের ক্ষেত্রে পিএসসি যে মাসে বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন পাব্লিশ করবে সে মাসের ১ তারিখে যদি কোন প্রার্থীর বয়স – ২১ বছরের কম হয় অথবা ৩২ বছরের বেশি হয় তাহলে ওই প্রার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্যে যোগ্য নয়। অর্থাৎ আপনার বয়স ২১-৩২ বছরের মদ্ধে হতে হবে। তাহলেই উক্ত পরীক্ষার্থী যোগ্য বলে বিবেচিত হবেন

৪) উপজাতি কোটা – বিশেষ ক্ষেত্র

বিসিএস সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, স্বাস্থ্য ক্যাডারে উপজাতীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর (তবে অন্যান্য ক্যাডারগুলোতে বয়সসীমা ২১-৩০ বছর নিয়ম প্রযোজ্য)।এদের ক্ষেত্রে পিএসসি যে মাসে বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন পাব্লিশ করবে সে মাসের ১ তারিখে যদি কোন প্রার্থীর বয়স – ২১ বছরের কম হয় অথবা ৩২ বছরের বেশি হয় তাহলে ওই প্রার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্যে যোগ্য নয়। অর্থাৎ আপনার বয়স ২১-৩২ বছরের মদ্ধে হতে হবে। তাহলেই উক্ত পরীক্ষার্থী যোগ্য বলে বিবেচিত হবেন

আমি সঠিক তথ্য শেয়ারের জন্যে সর্বোচ্চ চেস্টা করেছি। মানুষ মাত্রই ভুল। কোন ভুল পরিলক্ষিত হলে ক্ষমাপ্রার্থী এবং দয়াকরে আমাদের জানানোর জন্যে অনুরোধ জানাচ্ছি। সম্পুর্ন সঠিক তথ্য জানার জন্যে বিসিএস প্রজ্ঞাপন টি ডাউনলোড করে রেখে দিন অথবা আবার দেখে নিন।

মো নোমান ইসলাম নিরব,এমবিবিএস শেষ বর্ষ, রংপুর মেডিকেল কলেজ

বিসিএস সম্পর্কে আরও পড়ুন-

  1. বিসিএস সিলেবাস
  2. ৪৭ তম ও ৪৬ তম বিসিএস পরীক্ষার যোগ্যতা ও প্রস্তুতি,ক্যাডার তালিকা,সিলেবাস,চয়েজ, প্রশ্নের মানবন্টন এবং সুযোগ সুবিধা ২০২৩

Leave a Comment