কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন জানতে সম্পুর্ন পড়ুন…
Table of Contents
রোগের ধরন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, যারা সেই নির্দিষ্ট রোগের ওপর দক্ষ। নিচে কিছু সাধারণ রোগ এবং তার জন্য কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে তা উল্লেখ করা হলো:
১. সাধারণ শারীরিক সমস্যা (General Health Issues):
– সাধারণ রোগ: জ্বর, সর্দি, কাশি, সাধারণ সংক্রমণ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়।
– বিশেষজ্ঞ: সাধারণ চিকিৎসক বা মেডিসিন বিশেষজ্ঞ (General Physician/Internal Medicine Specialist)।
২. হৃদরোগ (Heart Diseases):
– রোগ: উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দনের সমস্যা, হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি ডিজিজ।
– বিশেষজ্ঞ: হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist)।
৩. চর্মরোগ (Skin Diseases):
– রোগ: ব্রণ, একজিমা, সোরিয়াসিস, ছত্রাকজনিত সংক্রমণ, চর্ম সংক্রমণ।
– বিশেষজ্ঞ: চর্মরোগ বিশেষজ্ঞ (Dermatologist)।
৪. অস্থি ও সংযোগস্থল সমস্যা (Bone and Joint Diseases):
– রোগ: হাড়ের ব্যথা, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, জয়েন্টের সমস্যা।
– বিশেষজ্ঞ: অর্থোপেডিক সার্জন বা বিশেষজ্ঞ (Orthopedic Surgeon/Orthopedist)।
৫. স্নায়ুরোগ (Neurological Diseases):
– রোগ: মাইগ্রেন, স্ট্রোক, মস্তিষ্ক বা স্নায়ুরোগ, মৃগী রোগ।
– বিশেষজ্ঞ: স্নায়ুরোগ বিশেষজ্ঞ (Neurologist)।
৬. ডায়াবেটিস ও হরমোন সমস্যা (Diabetes and Hormonal Issues):
– রোগ: ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা।
– বিশেষজ্ঞ: এন্ডোক্রিনোলজিস্ট (Endocrinologist)।
৭. চোখের সমস্যা (Eye Diseases):
– রোগ: মায়োপিয়া, গ্লুকোমা, ছানি, চোখের সংক্রমণ।
– বিশেষজ্ঞ: চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)।
৮. কিডনি সমস্যা (Kidney Diseases):
– রোগ: কিডনির পাথর, কিডনি ফেইলিউর, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)।
– বিশেষজ্ঞ: নেফ্রোলজিস্ট (Nephrologist)।
৯. ক্যান্সার (Cancer):
– রোগ: যেকোনো ধরনের ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, লাং ক্যান্সার।
– বিশেষজ্ঞ: অঙ্কোলজিস্ট (Oncologist)।
১০. মাতৃত্ব ও গাইনোকোলজি (Maternity and Women’s Health):
– রোগ: গর্ভাবস্থা, মাসিক সমস্যা, বন্ধ্যাত্ব, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS)।
– বিশেষজ্ঞ: গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ (Gynecologist)।
১১. শিশুরোগ (Children’s Diseases):
– রোগ: শিশুদের সাধারণ রোগ, টিকা, বৃদ্ধি ও বিকাশজনিত সমস্যা।
– বিশেষজ্ঞ: শিশুরোগ বিশেষজ্ঞ (Pediatrician)।
১২. মুখ, দাঁত ও মাড়ির সমস্যা (Dental and Oral Issues):
– রোগ: দাঁতের ব্যথা, দাঁতের ক্ষয়, মাড়ির রোগ।
– বিশেষজ্ঞ: দাঁতের ডাক্তার (Dentist)।
১৩. মনের রোগ (Mental Health Issues):
– রোগ: ডিপ্রেশন, উদ্বেগ, প্যানিক ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া।
– বিশেষজ্ঞ: মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
১৪. পেট ও হজমের সমস্যা (Digestive Issues):
– রোগ: গ্যাস্ট্রিক, লিভারের সমস্যা, হেপাটাইটিস, পিত্তথলির পাথর।
– বিশেষজ্ঞ: গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট (Gastroenterologist)।
১৫. মূত্রনালী এবং প্রজনন অঙ্গের সমস্যা (Urinary and Reproductive Issues):
– রোগ: মূত্রনালীর সংক্রমণ, প্রস্টেট সমস্যা, পুরুষের বন্ধ্যাত্ব।
– বিশেষজ্ঞ: ইউরোলজিস্ট (Urologist)।
প্রতিটি রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ সঠিক চিকিৎসা না পেলে রোগ জটিল হতে পারে।
কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, তা নিয়েই।আলোচনা করব আজকের এই পোস্টে।
কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। এটা আমরা অনেকেই বুঝতে পারিনা, তাই আজকের এই পোস্টে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ডার্মাটোলজি বিশেষজ্ঞ
ডার্মাটোলজিস্ট / চর্মরোগ বিশেষজ্ঞ। যেসব চিকিৎসক চর্ম ও যৌনবাহিত রোগের চিকিৎসা করে। যেমনঃ সোরিয়াসিস, দাউদ, চুলকানি, এলার্জি, ব্রণ, আঁচিল, মেছতা, শ্বেত রোগ, কুষ্ঠ, আর্সেনিক, এইডস, গনোরিয়া, ইত্যাদি।
হৃদরোগ বিশেষজ্ঞ
কার্ডিওলজিস্ট ( হৃদরোগ বিশেষজ্ঞ) – যেসব চিকিৎসক হৃদপিণ্ডের রোগ ও রক্তনালির রোগ নিয়ে চিকিৎসা দেয়। যেমন : হার্ট এটাক, হার্ট ফেইলার, উচ্চরক্তচাপ বা হাইপারটেনশন, রক্তে চর্বি বেড়ে যাওয়া, হার্টের রিং পড়ানো, ইকো করা ইত্যাদি।
গাইনি ও অবস বিশেষজ্ঞ ( স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ )
গাইনি ও অবস বিশেষজ্ঞ ( স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ) যেসব চিকিৎসক মেয়ে মানুষের জরায়ু জনিত বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকে। যেমন- জরায়ুতে ইনফেকশন, সার্ভাইকাল টিউমার বা ক্যান্সার, জরায়ু ক্যান্সার, অভারিয়ান সিস্ট, প্রেগ্ন্যাসি, বাচ্চা ডেলিভারি ও প্রেগ্ন্যাসি অবস্থায় অন্যান্য সমস্যা। কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তা জানতে সম্পুর্ন পড়ুন।
ডেন্টিস্ট (মুখ ও দন্ত বিশেষজ্ঞ)
ডেন্টিস্ট (মুখ ও দন্ত বিশেষজ্ঞ) -দাতের যেকোন সমস্যায় যারা চিকিৎসা দিয়ে থাকেন। যেমন- পেরিকরোনাইটিস, রুট ক্যানাল, এলোমেলো দাতের গড়ন সুন্দর করা, ইত্যাদি।
অপথালমোলজি বিশেষজ্ঞ ( চক্ষু বিশেষজ্ঞ)
অপথালমোলজি বিশেষজ্ঞ ( চক্ষু বিশেষজ্ঞ) চোখের যেকোন সমস্যায় এরা চিকিৎসা দিয়ে থাকেন। যেমন : চোখের পাওয়ার ঠিক করা, চোখ উঠা, চোখের ছানি, গ্লুকোমা, ডেকরোসিস্টাইটিস ইত্যাদি।
অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জারী বিশেষজ্ঞ
অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জারী বিশেষজ্ঞ (পেশী এবং হাড় বিশেষজ্ঞ।/ অর্থোপেডিক সার্জন।)
হাড় ভাংগা ও হাড়জনিত বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকে। যেমন : এক্সিডেন্ট এ হাড় ভাংগা, ফ্রাকচার, অস্টিওমাইলাইটিস, অস্টিওপরোসিস, প্লাস্টার ইত্যাদি। কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তা জানতে সম্পুর্ন পড়ুন।

এ্যানেস্থেসিওলজিস্ট
এ্যানেস্থেসিওলজিস্ট / এ্যানেস্থেসিস্ট ( অজ্ঞান বিশেষজ্ঞ।) এসব চিকিৎসাক অপারেশন এর পুর্বে অবশ করে থাকেন, এছাড়াও আই সি ইউ এর দায়িত্বে থাকেন।
এন্ডোক্রিনোলজিস্ট ( হরমোন বিশেষজ্ঞ)
এন্ডোক্রিনোলজিস্ট ( হরমোন বিশেষজ্ঞ) এসব চিকিৎসা রা ডায়াবেটিস, হরমোন ভারসাম্য, থাইরয়েড রোগ,প্যারাথাইরয়েড, এড্রেনাল গ্রন্থির সমস্যা, বন্ধ্যাত্ব সমস্যা এবং অন্ত:ক্ষরা সিস্টেমের অন্যান্য রোগ সমুহের চিকিৎসা দিয়ে থাকেন।
গ্যাস্ট্রো- এন্টেরোলজিস্ট
গ্যাস্ট্রো- এন্টেরোলজিস্ট ( পরিপাক তন্ত্রের বিশেষজ্ঞ/ গ্যাস্ট্রো- লিভার বিশেষজ্ঞ।) এসব চিকিৎসকরা খাদ্যনালী, মুখ, পায়ুপথ ইত্যাদির রোগসমুহের চিকিৎসা দিয়ে থাকেন। যেমন : মুখের ঘা, খাদ্যনালীর আলসার, গ্যাস্টিকের সমস্যা, বদহজম, শক্তপায়খানা, ডায়রিয়া, খাদ্যনালীর ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকেন।
হেমাটোলজিস্ট (রক্ত রোগ বিশেষজ্ঞ।)
হেমাটোলজিস্ট ( রক্ত ও অস্থি-মজ্জার রোগ বিশেষজ্ঞ / রক্ত রোগ বিশেষজ্ঞ।) এসব চিকিৎসকরা রক্তঘটিত বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা করে থাকেন। যেমন : এনিমিয়া, লিউকেমিয়া, প্যান্সাইটোপেনিয়া, থর্ম্বোসাইটোপেনিয়া, ব্লাড ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকেন।
হেপাটোলজিস্ট (লিভারের রোগের বিশেষজ্ঞ)
হেপাটোলজিস্ট (যকৃতের রোগের বিশেষজ্ঞ / যকৃত বা লিভার বিশেষজ্ঞ।) এসব চিকিৎসকরা লিভার জনিত বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন। যেমন – জন্ডিস, ক্রোনিক লিভার ভিজিস, হেমাক্রোমাটোসিস, উইলসন ডিজিস, ইত্যাদি।
নিওন্যাটোলজিস্ট / পেডিয়াট্রিক্স
পেডিয়াট্রিক্স (শিশু বিশেষজ্ঞ / নবজাতক বিশেষজ্ঞ) – শিশুদের (১-১৮ বয়স পর্যন্ত) সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন
লেখক : ডা. মো নোমান ইসলাম নিরব, এমবিবিএস (রংপুর মেডিকেল কলেজে)।
বাকি অংশ আসিতেছে……..
Pingback: জ্বর কি, কেন হয় এবং জ্বর হলে করণীয় কি? — Doctors Gang