medical news today

কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন – চলুন জেনে নেই ডাক্তারি ভাষায়

কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন জানতে সম্পুর্ন পড়ুন…

কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, তা নিয়েই।আলোচনা করব আজকের এই পোস্টে।

কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। এটা আমরা অনেকেই বুঝতে পারিনা, তাই আজকের এই পোস্টে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ডার্মাটোলজি বিশেষজ্ঞ

ডার্মাটোলজিস্ট / চর্মরোগ বিশেষজ্ঞ। যেসব চিকিৎসক চর্ম ও যৌনবাহিত রোগের চিকিৎসা করে। যেমনঃ সোরিয়াসিস, দাউদ, চুলকানি, এলার্জি, ব্রণ, আঁচিল, মেছতা, শ্বেত রোগ, কুষ্ঠ, আর্সেনিক, এইডস, গনোরিয়া, ইত্যাদি।

হৃদরোগ বিশেষজ্ঞ

কার্ডিওলজিস্ট ( হৃদরোগ বিশেষজ্ঞ) – যেসব চিকিৎসক হৃদপিণ্ডের রোগ ও রক্তনালির রোগ নিয়ে চিকিৎসা দেয়। যেমন : হার্ট এটাক, হার্ট ফেইলার, উচ্চরক্তচাপ বা হাইপারটেনশন, রক্তে চর্বি বেড়ে যাওয়া, হার্টের রিং পড়ানো, ইকো করা ইত্যাদি।

গাইনি ও অবস বিশেষজ্ঞ ( স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ )

গাইনি ও অবস বিশেষজ্ঞ ( স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ) যেসব চিকিৎসক মেয়ে মানুষের জরায়ু জনিত বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকে। যেমন- জরায়ুতে ইনফেকশন, সার্ভাইকাল টিউমার বা ক্যান্সার, জরায়ু ক্যান্সার, অভারিয়ান সিস্ট, প্রেগ্ন্যাসি, বাচ্চা ডেলিভারি ও প্রেগ্ন্যাসি অবস্থায় অন্যান্য সমস্যা। কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তা জানতে সম্পুর্ন পড়ুন।

ডেন্টিস্ট (মুখ ও দন্ত বিশেষজ্ঞ)

ডেন্টিস্ট (মুখ ও দন্ত বিশেষজ্ঞ) -দাতের যেকোন সমস্যায় যারা চিকিৎসা দিয়ে থাকেন। যেমন- পেরিকরোনাইটিস, রুট ক্যানাল, এলোমেলো দাতের গড়ন সুন্দর করা, ইত্যাদি।

অপথালমোলজি বিশেষজ্ঞ ( চক্ষু বিশেষজ্ঞ)

অপথালমোলজি বিশেষজ্ঞ ( চক্ষু বিশেষজ্ঞ) চোখের যেকোন সমস্যায় এরা চিকিৎসা দিয়ে থাকেন। যেমন : চোখের পাওয়ার ঠিক করা, চোখ উঠা, চোখের ছানি, গ্লুকোমা, ডেকরোসিস্টাইটিস ইত্যাদি।

অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জারী বিশেষজ্ঞ

অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জারী বিশেষজ্ঞ (পেশী এবং হাড় বিশেষজ্ঞ।/ অর্থোপেডিক সার্জন।)
হাড় ভাংগা ও হাড়জনিত বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকে। যেমন : এক্সিডেন্ট এ হাড় ভাংগা, ফ্রাকচার, অস্টিওমাইলাইটিস, অস্টিওপরোসিস, প্লাস্টার ইত্যাদি। কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তা জানতে সম্পুর্ন পড়ুন।

কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার
কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার

এ্যানেস্থেসিওলজিস্ট

এ্যানেস্থেসিওলজিস্ট / এ্যানেস্থেসিস্ট ( অজ্ঞান বিশেষজ্ঞ।) এসব চিকিৎসাক অপারেশন এর পুর্বে অবশ করে থাকেন, এছাড়াও আই সি ইউ এর দায়িত্বে থাকেন।

এন্ডোক্রিনোলজিস্ট ( হরমোন বিশেষজ্ঞ)

এন্ডোক্রিনোলজিস্ট ( হরমোন বিশেষজ্ঞ) এসব চিকিৎসা রা ডায়াবেটিস, হরমোন ভারসাম্য, থাইরয়েড রোগ,প্যারাথাইরয়েড, এড্রেনাল গ্রন্থির সমস্যা, বন্ধ্যাত্ব সমস্যা এবং অন্ত:ক্ষরা সিস্টেমের অন্যান্য রোগ সমুহের চিকিৎসা দিয়ে থাকেন।

গ্যাস্ট্রো- এন্টেরোলজিস্ট

গ্যাস্ট্রো- এন্টেরোলজিস্ট ( পরিপাক তন্ত্রের বিশেষজ্ঞ/ গ্যাস্ট্রো- লিভার বিশেষজ্ঞ।) এসব চিকিৎসকরা খাদ্যনালী, মুখ, পায়ুপথ ইত্যাদির রোগসমুহের চিকিৎসা দিয়ে থাকেন। যেমন : মুখের ঘা, খাদ্যনালীর আলসার, গ্যাস্টিকের সমস্যা, বদহজম, শক্তপায়খানা, ডায়রিয়া, খাদ্যনালীর ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকেন।

হেমাটোলজিস্ট (রক্ত রোগ বিশেষজ্ঞ।)

হেমাটোলজিস্ট ( রক্ত ও অস্থি-মজ্জার রোগ বিশেষজ্ঞ / রক্ত রোগ বিশেষজ্ঞ।) এসব চিকিৎসকরা রক্তঘটিত বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা করে থাকেন। যেমন : এনিমিয়া, লিউকেমিয়া, প্যান্সাইটোপেনিয়া, থর্ম্বোসাইটোপেনিয়া, ব্লাড ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকেন।

হেপাটোলজিস্ট (লিভারের রোগের বিশেষজ্ঞ)

হেপাটোলজিস্ট (যকৃতের রোগের বিশেষজ্ঞ / যকৃত বা লিভার বিশেষজ্ঞ।) এসব চিকিৎসকরা লিভার জনিত বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন। যেমন – জন্ডিস, ক্রোনিক লিভার ভিজিস, হেমাক্রোমাটোসিস, উইলসন ডিজিস, ইত্যাদি।

নিওন্যাটোলজিস্ট / পেডিয়াট্রিক্স

পেডিয়াট্রিক্স (শিশু বিশেষজ্ঞ / নবজাতক বিশেষজ্ঞ) – শিশুদের (১-১৮ বয়স পর্যন্ত) সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন

লেখক : ডা. মো নোমান ইসলাম নিরব, এমবিবিএস (রংপুর মেডিকেল কলেজে)।

বাকি অংশ আসিতেছে……..

1 thought on “কোন রোগে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন – চলুন জেনে নেই ডাক্তারি ভাষায়”

  1. Pingback: জ্বর কি, কেন হয় এবং জ্বর হলে করণীয় কি? — Doctors Gang

Leave a Comment