AFMC-AMC আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২ আজ

আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২

Table of Contents

আজকে ৮ এপ্রিলে আর্মি মেডিকেল ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ৭ দিনের মদ্ধেই দিয়ে দেওয়া হয়। আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট আগামি সাতদিনের মদ্ধেই পেতে পারেন। অনেক সময় দেরি হয়, সিনিয়রদের অনুমতি না পাওয়ার কারনে গত বছর আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পাব্লিশ হতে ৭ দিনের বেশি সময় লেগেছিল।

এএফএমসি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২
এএফএমসি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২

আর্মি মেডিকেল ভর্তি পপরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২২

  1. প্রথমে আর্মি মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এ যাবে www.afmc.edu.bd,
  2. তারপর নোটিশ বোর্ড খুজে বের করে, নোটিশ গুলো দেখবে।
  3. রেজাল্ট প্রকাশ পেলে সেখামে দেখতে পাবে
  4. অতপর আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট পিডিএফ ডাউনলোড করে নাও।

আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২ বিজ্ঞপ্তি

আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২ বিজ্ঞপ্তি আপডেট

বিষয়বিবরণ
আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ তারিখ৮ মার্চ ২০২২
আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ আবেদন শুরুর তারিখ৩ মার্চ ২০২২
আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ আবেদন এর শেষ তারিখ১২ মার্চ ২০২২
আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি১০০০ টাকা
আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশের তারিখ
আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ
আর্মি মেডিকেল নিয়ে প্রশ্নোত্তরনিচের দিকে স্ক্রল করুন
আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২
AFMC-AMC আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২
AFMC-AMC আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২

আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি

  • AFMC-AMC আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এর আবেদন ফি ১০০০(একহাজার) টাকা।

আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে কত তারিখ থেকে?

  • নতুন বিজ্ঞপ্তি আসলে জানানো হবে।
  • (AFMC/AMC) আর্ম ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ হয়েছে গত ১৪ আগষ্ট, ২০২১ তারিখে।দেশে লকডাউনের কারনে পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়েছিল, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে।

AFMC-AMC আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে? 

  • (AFMC/AMC) আর্ম ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ হয়েছে গত ১৪ আগষ্ট, ২০২১ তারিখে।দেশে লকডাউনের কারনে পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়েছিল, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে AFMC-AMC আর্মি মেডিকেল/ আর্ম ফোর্স মেডিকেল কলেজ সংখ্যা কয়টি? 

  • বর্তমানে সরকারী AFMC-AMC আর্মি মেডিকেল কলেজ সংখ্যা  ৬ টি (সর্বশেষ তথ্যসূত্র) ।

আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ গুলো হল:

  1. আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, কুর্মিটোলা
  2. আর্মি মেডিকেল কলেজ যশোর,
  3. আর্মি মেডিকেল কলেজ বগুড়া,
  4. আর্মি মেডিকেল কলেজ সিলেট,
  5. আর্মি মেডিকেল কলেজ রংপুর,
  6. আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম।

AFMC-AMC আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১  আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফ্রম পূরণ

  • আর্মড ফোর্স মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০ -২০২১ এর ফ্রম পূরণ করবেন http://afmc.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে।

আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তির ন্যূনতম যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

  • এসএসসি/দাখিল/সমমান পাশের সালে ২০১৮/২০১৯ এ হতে হবে।
  • এইচএসসি/আলিম/সমমান পাশের সাল ২০২০/২০২১ এ হতে হবে
  • আর্মড ফোর্সেস মেডিকেল ক্যাটাগরিতে অবশ্যই এইচএসসি/ HSC/আলিম ও এসএসসি/SSC/দাখিল দুই পরীক্ষায় মোট জিপিএ ১০.০০ পেয়ে পাশ করতে হবে
  • আর্মি মেডিকেল ক্যাটাগরিতে ভর্তিচ্ছু প্রার্থীকে অবশ্যই HSC ও SSC দুই পরীক্ষায় মোট GPA ন্যূনতম  9 পেয়ে পাশ করতে হবে।তবে শুধু মাত্র উপজাতীয়দের জন্যে উপজাতি কোটা থাকলে সেক্ষেত্রে দুই পরীক্ষায় মোট GPA minimum 8.00 পেয়ে পাশ করতে হবে. প্রতি পরীক্ষাতে GPA minimum 3.50 থাকতে হবে
  • এসএসসি/দাখিল/সমমান পাশের সালে ২০১৮/২০১৯ এ হতে হবে।
  • এইচএসসি/আলিম/সমমান পাশের সাল ২০২০/২০২১ এ হতে হবে
  • আর্মড ফোর্সেস মেডিকেল ক্যাটাগরিতে অবশ্যই এইচএসসি/ HSC/আলিম ও এসএসসি/SSC/দাখিল দুই পরীক্ষায় মোট জিপিএ ১০.০০ পেয়ে পাশ করতে হবে
  • আর্মি মেডিকেল ক্যাটাগরিতে ভর্তিচ্ছু প্রার্থীকে অবশ্যই HSC ও SSC দুই পরীক্ষায় মোট GPA ন্যূনতম  9 পেয়ে পাশ করতে হবে।তবে শুধু মাত্র উপজাতীয়দের জন্যে উপজাতি কোটা থাকলে সেক্ষেত্রে দুই পরীক্ষায় মোট GPA minimum 8.00 পেয়ে পাশ করতে হবে. প্রতি পরীক্ষাতে GPA minimum 3.50 থাকতে হবে
  • এসএসসি/দাখিল/সমমান পাশের সালে ২০১৮/২০১৯ এ হতে হবে।
  • এইচএসসি/আলিম/সমমান পাশের সাল ২০২০/২০২১ এ হতে হবে
  • আর্মড ফোর্সেস মেডিকেল ক্যাটাগরিতে অবশ্যই এইচএসসি/ HSC/আলিম ও এসএসসি/SSC/দাখিল দুই পরীক্ষায় মোট জিপিএ ১০.০০ পেয়ে পাশ করতে হবে
  • আর্মি মেডিকেল ক্যাটাগরিতে ভর্তিচ্ছু প্রার্থীকে অবশ্যই HSC ও SSC দুই পরীক্ষায় মোট GPA ন্যূনতম  9 পেয়ে পাশ করতে হবে।তবে শুধু মাত্র উপজাতীয়দের জন্যে উপজাতি কোটা থাকলে সেক্ষেত্রে দুই পরীক্ষায় মোট GPA minimum 8.00 পেয়ে পাশ করতে হবে. প্রতি পরীক্ষাতে GPA minimum 3.50 থাকতে হবে।

আর্মি মেডিকেলে শারিরিক যোগ্যাতা

  1. মেডিক্যাল বোর্ড এর দ্বারা হেলথ চেকাপ করাতে হবে

আর্মি মেডিক্যাল ক্যাটাগরির জন্য শারিরীক যোগ্যতা:

পুরুষদের ক্ষেত্রে শারিরীক যোগ্যতা (ন্যূনতম)

উচ্চতাঃ৫ ফুট ৪ ইঞ্চি
ওজনঃ৪৫.৪৫ কেজি
বুকের মাপঃস্বাভাবিক- ৭৬ সেঃমিঃ সম্প্রসারিত-৮১ সেঃমিঃ
দৃষ্টি শক্তিঃ
±1.5 ডায়াপ্টার spherical;
±1.0 ডায়াপ্টার cylindrical

অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে বাংলাদেশের নাগরি

মহিলাদের ক্ষেত্রে শারিরীক যোগ্যতা (ন্যূনতম)

উচ্চতা : 5 ফুট ও 2 ইঞ্চি
ওজন: 40.90 কেজি
স্বাভাবিক 71cm সম্প্রসারিত 76cm
দৃষ্টি শক্তিঃ
± 1.5 ডায়াপ্টার spherical;
± 1.0 ডায়াপ্টার cylindrical।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে
01 জুলাই 2019 তারিখে বয়স ম্যাক্সিমাম 20 বছর হতে পারবে এর বেশি হওয়া যাবেনা।

আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন ২০২১

লিখিত MCQ পরিক্ষা = ১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন
পরীক্ষার বিষয় নম্বর

  • পদার্থ বিদজ্ঞান – ৩০
  • রসায়ন বিজ্ঞান – ৩০
  • জীব বিজ্ঞান- ৩০
  • ইংরেজী – ০৫
  • সাধারন – ০৫ (জ্ঞানবাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি)

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর মাইনাস করা হবে
শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেরিটলিস্ট এ অন্তর্ভূক্ত করা হবে।

AFMC-AMC আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে কিছু প্রশ্নোত্তর


এএফএমসি তে সিট কতটি?

এএফএমসি তে ৮৯ টি সিট রয়েছে।

এএমসি তে সিট কতটি?

এএমসি তে ৩৬ টি সিট রয়েছে।

আর্মি মেডিকেল কলেজে টোটাল সিট কয়টি?

সর্বমোট ১২৫ টি সিট রয়েছে। এএমসি তে ৩৬ টি সিট রয়েছে। এএমসি তে ৩৬ টি সিট রয়েছে।

এখানে কি কোটা রয়েছে?

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে কোটা রয়েছে এর 40% ডিফেন্স কোটা, 2%,মুক্তিযোদ্ধা, ১% উপজাতি কোটা।

প্রশ্ন কেমন হয়?

সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে সহজ হয়, তবে সিট কম থাকার কারনে চান্স পাওয়া কঠিন।

কত পয়েন্ট লাগবে চান্স পাওয়ার জন্যে?

১০ পয়েন্ট এর নিচে সম্ভবত আবেদন করা যায়না (সার্কুলার দেখে নিয়ে শিউর হবেন)

কত মার্কস পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে?

আমার মতে ৯০-৯৫ এর থাকা সেফ জোন।

কোন প্রশ্নব্যাংক পড়ব?

আর্মি মেডিকেল কেন্দ্রিক কোন প্রশ্নব্যাংক বাজারে পাওয়া যায়না, তাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে যেভাবে পড়েছেন সেভাবেই পড়বেন।

Leave a Comment