সরকারি মেডিকেলে কলেজ তালিকা

এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীদের জন্যে যেসব বই পড়তে হবে

এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীদের জন্যে যেসব বই পড়তে হবে

এমবিবিএস পঞ্চম বর্ষের বিষয় তিনটি। যথাঃ

  1. মেডিসিন
  2. সার্জারী ও
  3. অবসটেটরিকস ও গাইনোকলজি

মেডিসিন এর জন্যে যে বই পড়তে হবে।

  1. ডেভিডসন প্রিন্সিপল মেডিসিন (অবশ্যই সবাই নিবেন, বিশেষ করে যাদের প্রোস্টগ্রাজুয়েশন করার ইচ্ছা) – এটি শুধু মেডিসিনের বই নয়, প্রতিটি লাইন যেন খুবই গুরুত্বপূর্ণ দলিল।
  2. কুমার ক্লার্ক ক্লিনিকাল মেডিসিন – এটিও ডেভিডসনের মত আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন বই।
  3. অক্সফোর্ড ক্লিনিকাল মেডিসিন – (যারা ভবিষ্যতে প্ল্যাব, এমআসিপি ইত্যাদি দিবেন তারা পঞ্চম বর্ষ থেকেই এটি পড়তে পারেন)
  4. এবিএম আব্দুল্লাহ স্যারের শর্ট কেস
  5. এবিএম আব্দুল্লাহ স্যারের লং কেস ( অনেকেই শ্যামল স্যারের লং কেস ও পড়ে থাকেন
  6. ক্লিনিকাল এক্সামিনেশনের জন্যে দুটি বই বেশি জনপ্রিয় ম্যাকলয়েড ও হাচিসন তৃতীয় বর্ষে না নেওয়া হলে এখন নিয়ে নিতে পারেন। অথবা বাংলাদেশি কিছু বই আছে সেগুলো ফলো করতে পারেন যেমন (রতিন্দ নাথ স্যারের এ ম্যানুয়াল ক্লিনিক্যাল এক্সামিনেশন অথবা শ্যামল স্যারের পিডিএফ ইত্যাদি)
  7. গাইড বই যেকোন একটি। যেখানে বিগত সালের প্রশ্ন ও উত্তর দেওয়া থাকবে।

মেডিসিন পাশ করার জন্যে যেসব পড়তেই হবে

  1. লিখিত পরীক্ষার জন্যে গাইড বই এর কোন বিকল্প নেই।
  2. অসপি এর জন্যে অসপি এর ছোট বই পাওয়া যায় অথবা আলাদা অসপির গাইড বই ( ৫০% প্রশ্ন বিগত সালের প্রশ্ন থেকে কমন আসে)
  3. ভাইভার জন্যে নিজ নিজ মেডিকেলের বিভিন্ন সিট, স্যারদের প্রিয় প্রশ্ন এবং নিজ নিজ মেডিকেল থেকে দেওয়া সাজেশন। শর্ট কেস ও লং কেস এর ভাইভার জন্যে আব্দুল্লাহ স্যারের বই খুবই ভালো।

সার্জারী এর জন্যে যেসব বই পড়তে হবে

  1. বেইলি এন্ড লাভ – (সার্জারী তে যারা ক্যারিয়ার করবেন তারা অবশ্যই নিবেন এবং পঞ্চম বর্ষ থেকেই শুরু করে দিন অন্তত বক্স গুলো পড়ে ফেলুন)
  2. এস দাস এর ম্যানুয়াল সার্জারী – শর্ট, ক্লিনিকাল এক্সামিনেশন এর জন্যে গোল্ড স্ট্যান্ডার্ড এ বই টি বেশি ভালো লেগেছে আমার কাছে। রংপুর মেডিকেল কলেজের স্যাররা এস দাস এর বইটি ফলো করতে বলে থাকেন। অনেকে চাইলে হ্যামিল্টন ব্যালি – শর্ট কেস ও দেখতে পারেন।
  3. শর্ট কেস, লংকেস ও এক্সামিনেশন একসাথে ডা মেহেদী হাসান লিমন ভাইয়ের এর বইটি ভালো ও গুছালো।
  4. ইএনটিবের জন্যে আব্দুল মতিন স্যারের বই অথনা ডিংগারার বই
  5. অর্থপেডিকক্স ও অপথালমোলজির বইয়ের নাম এখন মনে পড়ছেনা, পড়ে এড করে দিবো।

সার্জারী পাশ করার জন্য যেগুলো পড়তে হবে

  1. লিখিত পরীক্ষার জন্যে গাইড বই।
  2. ভাইভার জন্যে নিজ নিজ মেডিকেল কলেজের লেকচার, নোট, স্যারদের পছন্দের প্রশ্ন,বিগত সালেরর ভাইভা প্রশ্ন ইত্যাদি
  3. শর্ট কেস, লং কেস ভাইভার জন্যে লিমন ভাইয়ের বই, পিন্টু স্যারের বই সাথে মেডিকেলের লেকচার, ওয়ার্ডের লেকচার ইত্যাদি।
  4. পাশ করে যাওয়া সিনিয়রদের পরামর্শ নিয়ে পড়ালেখা করা।

অবস ও গাইনির জন্যে যেসব বই পড়তে হবে

  1. অবস্টেট্রিক্স – দত্ত
  2. গাইনেকোলজি ইনক্লুডিং কন্ট্রাসেপশন – দত্ত
  3. দেশি যেকোন লংকেস এর বই

অবস ও গাইনি পাশ করার জন্যে যেসব পড়তেই হবে

  1. লিখিত পরীক্ষার জন্যে যেকোন একটি গাইড বই
  2. ভাইভা পরীক্ষার জন্যে, নিজ নিজ মেডিকেল কলেজের লেকচার, বক্স কুইশ্চেন, শিট, নোট ইত্যাদি।
  3. লং কেসের জন্য যেকোন একটি বই, সাথে নিজ নিজ মেডিকেল কলেজের লেকচার

এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীদের জন্যে উপরোক্ত বই গুলো পড়তে হয়। উপরের দেওয়া বইওয়ের নাম গুলোর সাথে আমাদের ওয়েবসাইটের কোন সম্পর্ক নেই। আমার দেওয়া লিস্ট মতামত মাত্র, আপনাদের কাছে এখানে উল্লেখ করতে পারিনি অথবা আমার অজানা অনেক ভালো বই থাকতে সেগুলো আপনারা ফলো করবেন।

সরকারি মেডিকেলে চান্স পাওয়ার উপায় - মেডিকেলে চান্স পাওয়ার গল্প ও এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীদের বিষয়
লেখক – নোমান ইসলাম নিরব

আরও পড়ুন:

  1. ৪৫ তম ও ৪৪ তম বিসিএস পরিক্ষার যোগ্যতা ও প্রস্তুতি,ক্যাডার তালিকা,সিলেবাস,চয়েজ, প্রশ্নের মানবন্টন এবং সুযোগ সুবিধা ২০২২
  2. PLAB (প্ল্যাব) নিয়ে ডা সেতু ভৌমিক এর অভিজ্ঞতা ও পরামর্শ
  3. সরকারি বেতন স্কেল ও গ্রেডিং সিস্টেম

Leave a Comment