বিসিএস প্রিলিমিনারি ও বিসিএস লিখিত পরীক্ষার পাশ নম্বর কত?

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পাশ নম্বর ২০২৪
Table of Contents
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পাশ মার্ক ১২০। এ পরীক্ষার মার্ক মোট নম্বরের সাথে যোগ হবেনা, শুধু প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষায় টিকার পরীক্ষা।
বিসিএস লিখিত পরীক্ষার পাশ নম্বর ২০২৪
- মোট নম্বরের ৫০% নম্বর পেতে হবে,
- ৩০% এর কম হলে উক্ত বিষয়ের মোট নম্বর ০ হবে,
- সব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- সর্বশেষে জেনারেল ক্যাডারে ৪৫০ পেলে পাশ করবন,টেকনিক্যাল ক্যাডারে ৪৫০ পেলে পাশ করবন, উভয় ক্যাডারে ৫৫০ পেলে পাশ করবন,উভয় ক্যাডার লিখিত পরীক্ষায় শুধু জেনারেল/টেকনিক্যাল ক্যাডারে ৪৫০ পাশ মার্ক।
বিসিএস জেনারেল ক্যাডার লিখিত পরীক্ষার পাশ নম্বর ২০২৪
জেনারেল ক্যাডার অথবা টেকনিক্যাল ক্যাডারে আপনাকে ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় মোট ৯০০ নম্বরের মধ্যে সব বিষয় মিলিয়ে ৪৫০ নম্বর পেলেই পাশ হবে। অর্থাৎ লিখিত পরীক্ষার পাশ মার্ক ৪৫০ যা হলে আপনি ভাইভার জন্যে উপযুক্ত হবেন। তবে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩০% নম্বর পেতে হবে। এখন কথা হলো, কেউ যদি কোনো বিষয়ে ৩০% এর নিচে তাহলে সেই বিষয়ের কোন নম্বর ওনার মোট নম্বরের সঙ্গে যোগ হবে না অর্থাৎ উক্ত বিষয়ে শুন্য নম্বর পেয়েছে বলে গণ্য হবে। যে বিষয়ে ৩০% এর কম নম্বর পেয়েছেন সেটি বাদ দয়ে যদি ৪৫০ নম্বর হয় তাহলেও পাশ করে যাবেন।
আরও পড়ুন :
- ৪৭ ও ৪৮ তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস পিডিএফ ডাউনলোড
- ৪৭ তম ও ৪৮ তম বিসিএস পরিক্ষার যোগ্যতা ও প্রস্তুতি,ক্যাডার তালিকা,সিলেবাস,চয়েজ, প্রশ্নের মানবন্টন এবং সুযোগ সুবিধা ২০২৪
- বিসিএস পরীক্ষা কতবার দেওয়া যায় এবং বয়স সীমা কত – সর্বশেষ আপডেট অনুযায়ী
বিসিএস প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার লিখিত পরীক্ষার পাশ নম্বর ২০২৪
প্রফেশনাল ক্যাডারে লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে সব বিষয় মিলিয়ে ৪৫০ নম্বর পেলেই আপনি ভাইভার জন্য নির্বাচিত হবেন। তবে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩০% নম্বর পেতে হবে। এখন কথা হলো, কেউ যদি কোনো বিষয়ে ৩০% এর নিচে তাহলে সেই বিষয়ের কোন নম্বর ওনার মোট নম্বরের সঙ্গে যোগ হবে না অর্থাৎ উক্ত বিষয়ে শুন্য নম্বর পেয়েছে বলে গণ্য হবে। যে বিষয়ে ৩০% এর কম নম্বর পেয়েছেন সেটি বাদ দয়ে যদি ৪৫০ নম্বর হয় তাহলেও পাশ করে যাবেন। তবে সব পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। কোন এক বিষয়ে অংশগ্রহণ না করেও যদি ৪৫০ নম্বর পান, তাহলেও অকৃতকার্য বলে গন্য হবে, কেননা পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
বিসিএস উভয় ক্যাডার লিখিত পরীক্ষার পাশ নম্বর ২০২৪
অপরদিকে উভয় ক্যাডার অর্থাৎ যারা জেনারেল ক্যাডার ও টেকনিক্যাল ক্যাডার উভয় চয়েজ দিয়েছেন তাদের ৯০০ নম্বরের সাথে একাডেমিক সাব্জেক্ট ভিত্তিক অতিরিক্ত ২০০ নম্বরের একটি পরীক্ষা দিতে হবে, মোট ১১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আপনি যদি উভয় (জেনারেল ও টেকনিক্যাল) ক্যাডারের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনাকে মোট ১১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। বোথ ক্যাডারে যে সাতটি বিষয়ের ওপর ১১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে তাদের নাম ও মোট নম্বর ও পাশ নম্বর সহ তুলে ধরা হলো
বোথ ক্যাডারদের তো ১১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর কত হবে?
এর উত্তর সরাসরি দেওয়া যায়না। একটু ঘুড়িয়ে পেচিয়ে দিতে হবে। দুটি কন্ডিশন, বোথ ক্যাডারেও পাশ করতে পারেন অথবা শুধু জেনারেল ক্যাডারে অথবা শুধু টেকনিক্যাল ক্যাডারে পাশ করতে পারেন, এর উপর নির্ভর করবে পাস নম্বর।
বোথ ক্যাডারে লিখিত পরীক্ষায় ৫৫০ পেলে আপনি বোথ ক্যাডারেই পাশ করলেন। কিন্তু যদি ৪৫০ পান তাহলেও পাশ করতে পারেন।তিবে বোথ ক্যাডারে নয় হয় জেনারেল ক্যাডার অথবা টেকনিক্যাল ক্যাডার। এটি ডিপেন্ড করবে আপনার কোন বিষয়গুলো খারাপ হয়েছে বা ভালো হয়েছে তার উপর। বোথ ক্যাডারের লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রথমে জেনারেল ক্যাডারের বিষয়গুলোর ৯০০ নম্বর বিবেচনায় নেওয়া হবে। এই ৯০০ নম্বরের মধ্যে যদি কেউ ৪৫০ নম্বর পান, তাহলে তিনি জেনারেল ক্যাডারে পাশ করবেন। এভাবে টেকনিক্যাল ক্যাডারের বিষয়গুলোর ৯০০ নম্বর বিবেচনায় নেওয়া হবে। এই ৯০০ নম্বরের মধ্যে যদি কেউ ৪৫০ নম্বর পান, তাহলে তিনি টেকনিক্যাল ক্যাডারে পাশ করবেন। বোথ ক্যাডারে আবেদন করে ১১০০ নম্বরের বিসিএস লিখিত পরীক্ষা দিয়ে টেকনিক্যাল পরীক্ষায় যদি কোন বিষয়ে ফেল করলেও বা ৩০% এর কম পাওয়ার পরেও যদি মোট নম্বর যদি ৫৫০ হয়, তাহলে আপনি বোথ ক্যাডারেই পাস করবেন। আর যদি ৪৫০ নম্বর প্রাপ্ত হন তাহলে শুধু জেনারেল ক্যাডারে পাস করবেন। এভাবে শুধু প্রফেশনাল ক্যাডারেও পাশ করতে পারবেন। আর দুটিতেই পাশ হলে বোথ ক্যাডারেই পাশ করতে পারবেন। তবে সব পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
আরো জনতে পড়ুনঃ
- ৪৭ ও ৪৮ তম বিসিএস প্রিলিমিনারি সিলেবাস পিডিএফ ডাউনলোড
- ৪৭ তম ও ৪৮ তম বিসিএস পরিক্ষার যোগ্যতা ও প্রস্তুতি,ক্যাডার তালিকা,সিলেবাস,চয়েজ, প্রশ্নের মানবন্টন এবং সুযোগ সুবিধা ২০২৪
- বিসিএস পরীক্ষা কতবার দেওয়া যায় এবং বয়স সীমা কত – সর্বশেষ আপডেট অনুযায়ী
বিসিএস ভাইভা পরীক্ষার পাশ নম্বর ২০২৪
বিসিএস ভাইভা পরীক্ষার পাশ নম্বর হল ৫০% বা ১০০ নম্বর । বিসিএস ভাইভা পরীক্ষা হয় ২০০ নম্বরে এর মদ্ধে ১০০ নম্বর পেলে উত্তীর্ন হবেন।
বিসিএস পরীক্ষায় কত মার্কস প্রয়োজন ক্যাডার হতে বা গেজেটেড অফিসার হতে?
এটি সঠিক ভাবে বলা যাবেনা, এটি ডিপেন্ড করবে। লিখিত ও ভাইভা পরীক্ষা মিলে মোট ১১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মদ্ধে মেরিট লিস্টের ততজন গেজেটেড হবেন যতটি গেজেটেড পদ সংখ্যা বরাদ্দ। অবশিষ্ট থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
বিসিএস পরীক্ষা কত মার্কস এ হয়?
প্রিলিমিনারি ২০০, লিখিত ৯০০ (১১০০ উভয় ক্যাডারে), ভাইভা ২০০। প্রিলিমিনারি এর নম্বর মোট নম্বরে যোগ হবেনা। অর্থাৎ মোট নম্বর হল ১১০০(শুধু জেনারেল অথবা শুধু টেকনিক্যাল) /১৩০০ (উভয় ক্যাডারে)।
Pingback: ৪৫ তম বিসিএস কি বিশেষ হবে না জেনারেল না আগের মতই — Doctors Gang
Pingback: সরকারি বেতন স্কেল ২০২২ ও গ্রেডিং সিস্টেম — Doctors Gang