USMLE Career for Bangladeshi doctors A to Z | Doctors Gang

USMLE Tips For Bangladeshi doctors and Medical students

USMLE সূচিপত্র 

 • USMLE কি? 
 • USMLE এর স্টেপ কয়টি?
 • USMLE নিয়ে কিছু পয়েন্ট ও টিপস
 • USMLE নিয়ে কিছু ভুল ধারণা

USMLE কি?

United States Medical licencing Examination. 

USMLE এর স্টেপ কয়টি?

USMLE এর তিনটি স্টেপ রয়েছে

USMLE Step 1

USMLE Step 2

USMLE Step 3

USMLE এর কিছু পয়েন্ট ও টিপস

 1. USMLE পরীক্ষা ছুটির দিন ব্যাতীত সারা বছর দেয়া যায়। আপনার প্রিপারেশন যখনি শেষ হবে তখনি দিতে পারবেন। অন্যান্য এক্সামের ক্ষেত্রে তাদের কতৃপক্ষ ফিক্সড করে দেয় যেমন এবার ২০২০ সালে বাংলাদেশে MD রেসিডেন্সী হল ডিসেম্বরের ১৮ তারিখ, বাট USMLE এর এক্সামের ডেট ঠিক করবেন আপনি নিজে অর্থাৎ আপনিই হচ্ছেন এক্সাম ডেটের কতৃপক্ষ। এজন্য আমার USMLE step 1 এর কোচিংয়ের সিস্টেম টাও USMLE এক্সামের মত অর্থাৎ যে কোন টাইমে, যে কোন মাসেই ভর্তি হওয়া যায়। 
 2. USMLE এর প্রিপারেশন সেই ফার্স্ট ইয়ার থেকেই শুরু করা যায় অর্থাৎ আপনি যে এনাটমি ফিজিওলজি বায়োকেমেস্ট্রি দিয়ে মেডিকেল লাইফ শুরু করেছেন সেটাই USMLE এর প্রিপারেশন। আপনি embryology তে heart এর development পড়েছেন, সেটা পড়ার সময় ASD, VSD, TOF সহ অনেকগুলো congenital heart disease এর মেকানিজম পড়েছেন, বিশ্বাস করুন এগুলোই USMLE এর পড়াশোনা। আমি USMLE step 1 দেয়ার সময় এই জিনিসগুলোই পড়েছি, আমার কোচিংয়ের স্টুডেন্টদেরকে এগুলোই পড়াই। আপনি গাইটন থেকে action potential পড়েছেন, সেটাই আমি আলোচনা করেছি প্রায় দেড় ঘন্টা অর্থাৎ ফার্স্ট ইয়ারের কথাগুলোই USMLE তে আলোচনা করি, তবে ভিন্ন ভিন্ন এঙেলে, টু দা পয়েন্টে। আপনি স্যার/মেডামদের কাছে আইটেম দেয়ার জন্য যা যা পড়েন এগুলোই আমরা USMLE তে পড়ি। যেমন CVS এর এনাটমি, এম্ব্রায়োলজি, ফিজিওলজি, প্যাথোলজি এবং ফার্মাকোলজি মিলিয়ে টোটাল পড়িয়েছি প্রায় ৫০ ঘন্টা। এই ৫০ ঘন্টায় যা যা পড়িয়েছি সবকিছু gyton physio, datta anatomy, robbins pathology, pathoma, kaplan, katzung (Collection of Medical book PDF) এর কথাবার্তা ছিল অর্থাৎ MBBS এর আপনার ক্লাশের আইটেমের বাহিরে কিছুই পড়াইনি, বাট আইটেমে আমরা অনেকেই একেবারে সুপারফিশিয়াল পড়ি আর এখানে একটু ডিপ এবং এই ডীপ পড়াশোনা এসব বইয়েরই কথা। 
 3. MBBS পাশ করার আগেই আপনি USMLE এক্সাম দিতে পারবেন অর্থাৎ আপনি থার্ড ইয়ার/ফোর্থ ইয়ার/ফিফথ ইয়ারে থাকা অবস্থায়ই USMLE এক্সাম দিতে পারবেন যেটা অন্য এক্সামে পারা যায় না। আমার USMLE step 1 এর কোচিংয়ের বর্তমান ব্যাচে ৬০ জন স্টুডেন্টের মধ্যে ডক্টরদের পাশাপাশি শুধুমাত্র থার্ড/ফোর্থ/ফিফথ ইয়ারের স্টুডেন্ট হবে ২০ জন।
 4.  আমরা জানি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন পার্ট থাকে এবং প্রথম পার্ট প্রথমে দিতে হয়। বাট USMLE তে চাইলে আপনি step 2 আগে দিতে পারবেন, পরে step 1 দিতে পারবেন। আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে step 1 এর আগেই step 2 দিতে পারেন এবং অনেকে আগে step 2 দেয়।
 5.  USMLE দিতে বেশ বড় অংকের টাকা লাগে যেটার এক্সাক্ট হিসেব বলা কঠিন। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বিস্তারিত লিখতে গেলে লিখা শেষ হবেনা বিধায় এই পয়েন্ট ছোট করেছি।
 6.  আমার জানামতে অন্যান্য সকল পরীক্ষায় প্রতিটা প্রশ্নের অপশন থাকে ৫ টা, বাট USMLE পরীক্ষায় প্রতিটা প্রশ্নে অপশন ৫/৬/৭/৮/৯/১০ টাও থাকতে পারে, একেক প্রশ্নে অপশনের সংখ্যা একেক রকম। আমি আমার পরীক্ষায় একটা প্রশ্নে ১২ টা অপশন পেয়েছিলাম। ৬/৭/৮ টা তো অনেকগুলো প্রশ্নে ছিল, তবে মনে হয়েছে যেসব প্রশ্নে অপশন যত বেশি থাকে সেগুলো তত ইজি হয়, তাই মনে মনে চাইতাম অপশন বেশিই থাকুক(এটা একান্ত ব্যাক্তিগত চিন্তা)।
 7. আমরা বিভিন্ন পরীক্ষার আগে মডেল টেস্ট দেই এবং USMLE এক্সামের আগেও মডেল টেস্টের মত কিছু পরীক্ষা দেয়া যায় যেগুলোকে NBME বলা হয়। কয়েকটা NBME আছে যেগুলো দেখে বুঝা যায় রিয়েল এক্সামে কত পেতে পারি, আশ্চর্যজনকভাবে অধিকাংশের ক্ষেত্রে সেসব NBME তে যত নাম্বার আসে, রিয়েল এক্সামেও তার আশেপাশেই নাম্বার থাকে, তবে ব্যাতিক্রম অবশ্যই আছে। এসব মডেল টেস্টে ভাল নাম্বার পেয়েও রিয়েল এক্সামে কম চলে আসে মাঝে মাঝেই। NBME তে নাম্বার দেখে যদি মনে হয় কম পেয়েছি, তাহলে স্টুডেন্ট চাইলেই এক্সাম পেছাতে পারে। অর্থাৎ NBME গাইড করে একজন স্টুডেন্ট এখন এক্সাম দিবে নাকি কিছুদিন পরে দিবে। এগুলোর প্রেডিক্টিভ পাওয়ার অসাধারন।
 8.  USMLE এর পড়াশোনা একজন স্টুডেন্টের ডাইমেনশন চেঞ্জ করে দেয়, পড়ার সময় মনে হয় MBBS লেভেলে কি পড়লাম আর এখন কি পড়তেছি, নলেজের ডেফিসিয়েন্সি টা খুব ভালভাবেই টের পাওয়া যায়। পড়াশোনার মজা পেয়ে গেলে USMLE এর লাইন ছেড়ে দেয়া অনেক কষ্টকর। তাইতো সামনে সেকেন্ড প্রফ, থার্ড প্রফের ডেট দেয়া সত্ত্বেও আমার usmle step 1 ব্যাচের সেকেন্ড এন্ড  থার্ড প্রফের স্টুডেন্টরা প্রফ দিবে এবং পাশাপাশি USMLE এর ক্লাশগুলোও করবে, তারা চাইলেই কোচিং ডিসকন্টিনিউ করতে পারত কারন আমি সেই সুযোগ রেখেছি বাট USMLE এর পড়ার মজাটাই অন্য লেভেলের। গতকাল CVS এর উপর ৪০ টা প্রশ্নের এক্সাম নিয়েছি, সেখানে এত এত ডক্টর এবং MBBS পাশ করা USMLE candidates দেরকে হারিয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ফোর্থ ইয়ারের এক স্টুডেন্ট যে কয়দিন পর থার্ড প্রফ দিবে।
 9.  এই যে এত এত স্টুডেন্ট USMLE দেয় বা USMLE স্টাইলে স্টাডি করে বাট আমরা তাদেরকে দেখি না কেন?? দেখা যাবে আপনার পাশের বন্ধু বা বান্ধবী USMLE এর পড়াশোনা করে আর আপনাকে বলবে আমি তো রবিনসের প্যাথোলজি বই কিনিই নাই, বা কিনলেও খুলেও দেখিনি অথচ ভেতরে ভেতরে সেই লেভেলের পড়াশোনা দিচ্ছে। এমন টা কেন হয়?? কারন অনেক, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। 
 10. আমরা অনেকেই USMLE এর সম্পর্কে খুব বেশি একটা জানিনা না, জানলেও অনেক ভুল জানি। আমিও বেশি একটা জানিনা, উপরের এই পয়েন্টগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনারে পার্টিসিপেট করে, বিভিন্ন সিনিওরদের কাছ থেকে পেয়েছি, নিজেও নেট ঘাটাঘাটি করে কিছু পেয়েছি। ভুল থাকলে শুধরে দেয়ার অনুরোধ। মাথায় যা যা আসছে লিখলাম, আপনার কাছে আরও ভাল কোন ব্যাতিক্রম পয়েন্ট থাকলে কমেন্টে লেখার রিকুয়েস্ট রইল। 

আরো পড়ুন ঃ

এফসিপিএস সিলেবাস বাংলাদেশ  

USMLE নিয়ে কিছু অপ্রিয় মিথ্যা কথাঃ

 • প্রতি বছর নাকি এশিয়ান অঞ্চল অর্থাৎ কাল চামড়া থেকে মাত্র ১০০ জনকে USA তে রেসীডেন্সী করার সুযোগ দেয়া হয়? – ডাহা মিথ্যা কথা।
 •  আত্নীয় স্বজন বা পরিবারের কেউ না থাকলে নাকি USMLE দিয়ে USA তে যাওয়া যায় না? – ডাহা মিথ্যা কথা, বহু সিনিওরকে দেখেছি তাদের চৌদ্দগুষ্ঠিতে তিনিই প্রথম USMLE এর মাধ্যমে USA তে গিয়েছেন।
 •  USMLE করতে নাকি অনেক মেধাবী হওয়া লাগে?- মিথ্যা কথা, পরিশ্রমী হওয়া লাগে।
 •  গ্র‍্যাজুয়েশন ইয়ার ৩/৫ বছরের বেশি হলে রেসিডেন্সী পাওয়া যায় না- মিথ্যা কথা, ফেইসবুক পেজগুলো ঘুরলেই দেখবেন কত মানুষ তার চেয়েও বেশি বয়সে চান্স পাচ্ছে।
 •  USA কেউ না থাকলে যাওয়া যাবে না- ডাহা মিথ্যা কথা ।
 • Pass mark বেশি না হলে চান্স পাওয়া যায় না- ডাহা মিথ্যা কথা।
 •  ক্লিনিকাল লাইনে পড়াশোনার পাশাপাশি জব না করলে রেসিডেন্সী পাওয়া যায় না- মিথ্যা কথা, জবের সাথে কোন সম্পর্ক নেই।
 •  USA তে জব এক্সপেরিয়েন্স না থাকলে রেসিডেন্সী পাওয়া যাবে না, চেনা কারোর রিকমেন্ডেশন ছাড়া রেসিডেন্সী পাওয়া যাবে না- আংশিক মিথ্যা কথা ।
 •  USMLE পাশ করার জন্য ৬/৭ বছর পড়তে হয়- মিথ্যা কথা।
 • ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার থাকলে ভিসা দিবে না-মিথ্যা কথা। 
 • পড়ালেখা না করলেও হয়, অনেকে হেসে খেলে চান্স পাইছে- গাঁজাখুরি মিথ্যা কথা। 
 • Step1 এর পড়ার সাথে পেশেন্ট ম্যানেজমেন্টের কোন সম্পর্ক নেই, তাই এগুলো ভ্যালুলেস পড়াশোনা-ডাহা মিথ্যা কথা। 
 • যারা দেশে কিছু করতে পারেনা তারাই উপায় না পেয়ে বিদেশে যেতে চায়- চরম ফালতু কথা।
 •  আপনার এমন ক্যাপাসিটি নেই USA তে যাওয়ার, এটার জন্য অনেক ভাল স্টুডেন্ট হওয়া লাগে- মিথ্যা কথা।
 •  এটা অনেক লেন্থি প্রসিডিউর এবং অনেক ভাল স্টুডেন্ট হওয়া লাগে প্লাস অনেক ভাল স্টুডেন্ট হতে হয়, তার চেয়ে ভাল USA তে কোন ভার্সিটিতে MPH  করার ট্রাই কর, মাচ ইজিয়ার- মিথ্যা কথা, MPH করাটা মামুলি ব্যাপার নয়।
 •  যেহেতু গ্রীনকার্ড নেই, তাই ২৪০+ পেতে হবে, তাই তুমি USMLE বাদ দিয়ে অন্য কিছু ট্রাই কর- মিথ্যা কথা, ২৪০+ ম্যান্ডেটরি নয়

USMLE সম্পর্কে এরকম কিছু ডাহা মিথ্যা কথা, ডাহা ভুয়া কথা আমাদের মাঝে প্রচলিত আছে। আমি যেহেতু USMLE step 1 এর স্টুডেন্ট পড়াই, সেজন্য এরকম অনেক ম্যাসেজ পাই যেগুলো দেখে বুঝি আমরা কতটা মিসগাইডেড, আমার USMLE step 1 এর কোচিংয়ের স্টুডেন্টদেরকে আস্ক করেছিলাম তারা কে কি বিলিভ করত, সেগুলো একসাথে করে এবং আমার মাথায় এই মুহূর্তে যা যা পয়েন্ট এসেছে লিখলাম, চাইলে এরকম রিউমার আপনিও কমেন্টে লিখতে পারেন যদি থেকে থাকে। সব রিউমার এই মুহূর্তে আমার মনেও নেই।

USMLE নিয়ে যত ভিতি ও ট্যাবু কাজ করে

 • বাংলাদেশে যতটা সহজে MRCP বা PLAB এর বইপত্র সামনে রেখে পড়াশোনা করা যায় বা টেবিলে রাখা যায় ততটা সহজে USMLE এর বইপত্র রাখা যায় না, পড়া তো দূর কি বাত। কেউ যদি দেখে থার্ড ইয়ারের জরিনা বেগম বা ফোর্থ ইয়ারের কলিমুদ্দিন USMLE এর বই পড়তেছে, তাহলে তার খবর আছে। এই খবর থেকে বাচার জন্য অনেকেই লুকিয়ে লুকিয়ে, টনশনে, ভয়ে USMLE এর পড়াশোনা করে। 
 • কেউ MRCP দিবে শুনলে আপনার ফ্রেন্ড বলবে ও আচ্ছা ওকে ভেরি গুড। বাট যদি বলেন আমি USMLE দেব, তখনি অন্যরকম দৃষ্টিতে দেখবে। আপনি USMLE এর অযোগ্য নাকি USMLE আপনার অযোগ্য সেটা বুঝাই মুশকিল হয়ে যায়। আমার জীবনে আমি একজনকেও পাইনি যে অন্য কারো সামনে USMLE এর বই খুলে পড়েছে অথচ শতশত সিনিওর/জুনিওরকে পেয়েছি যারা MRCP এর বই নিয়ে ঘুরে, সবার সামনেই পড়তে পারে। অবশ্য BSMMU এর লাইব্রেরিতে অনেককেই USMLE এর বই পড়তে দেখেছি, আমি নিজেও সেখানে পড়েছি কারন সেখানে কেউ কাউকে চিনেনা।
 • USMLE এর বই দেখলে শুরুতেই অনেকে বলে আরে এত কঠিন সিস্টেমে যাওয়ার দরকার আছে নাকি, ব্লা ব্লা ব্লা, আপনি না চাইতেই এক বালতি নেগেটিভ উপদেশ দিয়ে দিবে। 
 • আমার USMLE step 1 কোচিংয়ে ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারের যারা USMLE দিবে তাদের বেশ কয়েকজন ভর্তি হওয়ার আগে আস্ক করেছে ভাইয়া আপনার কোচিংয়ে আমার মেডিকেলের আমার ব্যাচমেট কেউ আছে? যদি থাকে তাহলে আমি অন্য নাম দিয়ে আইডি খুলে জয়েন করব যেন আমাকে চিনতে না পারে, কারন চিনলেই সেটা পুরো ব্যাচে ছড়িয়ে দিবে, আমাকে নিয়ে ফাজলামো কারবে। আমার স্কাইপে গ্রুপে এরকম অনেকগুলো নাম আছে যাদেরকে শুধু আমিই চিনি বাট আর কেউ চিনেনা অর্থাৎ গোপনে USMLE এর প্রিপারেশন নিচ্ছে। যারা MBBS পাশ করে ফেলছে তারা অবশ্য সবাইকে নিজেদের পরিচয় দেয় কারন তাদেরকে নিয়ে আর কেউ দুষ্টামি করেনা, তার মানে এই প্রবলেম টা MBBS লেভেলেই বেশি হয় কারন ছাত্রাবস্থায় আমরা একজন আরেকজনকে নিয়ে অযথাই অনেক দুষ্টামি করি যেগুলো আসলে তাকে অনেক বিরক্ত করে এবং লুকিয়ে পড়াশোনা করতে বাধ্য করে। 
 • তবে আশা করি এসব ট্যাবুও একদিন ভাঙবে, অলরেডি ভাঙা শুরু হয়েছে। এ বছর SBMC alumni association এবং BMANA এর USMLE residency রিলেটেড অনেকগুলো প্রোগ্রামে এটেন্ড করেছিলাম(যদিও এ বছর আমি এপ্লাই করিনি), সেখানে দেখেছি আমাদের প্রিয় সিনিওররা সবাইকে হেল্প করার জন্য উন্মুখ হয়ে থাকে। আর এভাবেই আমাদের মধ্যে সাহস বাড়ে, এই সাহস যখন MBBS লেভেলের জুনিওরদের মধ্যে যাবে তখন ধীরে ধীরে লুকিয়ে পড়ার ট্যাবু টা ভাঙবে। 
 • ইন্ডিয়া, পাকিস্তান, মিডল ইস্টের প্রচুর স্টুডেন্ট ফোর্থ/ফিফথ ইয়ারেই USMLE এক্সাম দিয়ে দিচ্ছে, আর আমরা চিন্তা করি আগে ফাইনাল প্রফ পর্যন্ত শেষ করি, বা ইন্টার্ণী টা আগে শেষ করি তারপর কোমড় বেধে নামব। প্লান করলে একেবারে ফার্স্ট ইয়ার থেকেই লক্ষ্যে নামা উচিত। থার্ড/ফোর্থ/ফিফথ ইয়ারের স্টুডেন্টদের আগ্রহ দেখলে উজ্জীবিত হই, মনে হয় সেদিন বেশি দূরে নয় যেদিন MBBS এর প্রচুর স্টুডেন্ট ফোর্থ/ফিফথ ইয়ারেই USMLE step 1 ক্লিয়ার করে ফেলবে। 
 

লেখক ঃ

Amin’s Creativity

Resident, BSMMU

Mentor, USMLE step 1 online coaching 

Doctors Gang

How should I prepare for the USMLE? Tips for USMLE success -Doctors Gang

PLAB vs USMLE vs AMC – Doctors Gang

Share on:

Leave a Comment

Scroll to Top