সরকারি মেডিকেলে কলেজ তালিকা

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে টিপস – মেডিকেল চান্স পাওয়ার গল্প

মেডিকেলে চান্স পাওয়ার গল্প ও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে টিপস
ডাঃ মোঃ নোমান ইসলাম নিরব, এমবিবিএস

আমার মেডিকেলে চান্স পাওয়ার গল্প ও তোমাদের জন্যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে টিপস

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে টিপস :
আমি ডাঃ মোঃ নোমান ইসলাম নিরব, রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছি, এখন একটি স্বনামধন্য প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্ডোর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আমার মেডিকেলে পড়ার সৌভাগ্য হয়েছে তার কারণ ছিল নিবিড় ও কঠিন পরিশ্রম।
নিচের কথা গুলো মেনে চলতে পারলে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাবে এগুলো গল্প নয় আমার জীবনের ঘটে যাওয়া কিছু পরিশ্রমের উদাহরণ।

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে টিপস

1)দৈনিক ১২-১৪ ঘন্টা পড়তে হবে।

2)দিনের আলো দেখার মত সময় নেই তোমার কাছে।

3)এই সময়ে না থাকবে বন্ধু না থাকবে কাছের মানুষ

4)অনলাইনে সময় দেওয়া যাবেনা, যেই সময় টায় ডাটা অন করতে সময় লাগবে তাতে এক লাইন পড়া হয়ে যাবে।

5) খাওয়ার সময় এক হাতে ভাতের প্লেট আরেক হাতে বই থাকবে, খাবার খাবে ঠিক তোমার চিন্তা ও চোখের দৃষ্টি বইয়ের দিকে থাকবে।

6)পড়তে পড়তে ঘুম আসবে তাই পড়ার টেবিলের কাছে ডিসে কিছু পানি রাখো, ঘুম আসলেই চোখে পানি দাও, আবার পড়, বসে পড়ে ঘুম আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা হেটে হেটে পড়তে থাকো।

7)খুব বিরক্ত লাগলে যে বইব পড়তেছ তা ছেড়ে অন্য বই পড়, পাচ মিনিটের জন্যে একটি অডিও গান শোন।

8)যে টপিক্স গুলো মনে থাকেনা, তা ছোট ছোট কাগজে লিখে রেখে দাও বিভিন্ন পকেটে, হাটতে হাটতে পড়, কারো সাথে গল্পের ফাকেও পড়, টয়লেট এ গিয়েও দরকার হলে পড়।

9)পড়তে পড়তে এতটা অসভ্য হয়ে যাও, মানুষ তোমাকে কম পড়ার উপদেশ দেয়, তোমাকে নিয়ে সমালোচনা হয়।

10) রাতে ভাত কম খাবে, তাহলে ঘুম কম আসবে।

11)ফল, জুস, শরবত, কফি খেতে পার এনার্জি পাবে।

12)প্রতিটা বোর্ড প্রশ্ন এনালাইসিস করে পড়, বোর্ড প্রশ্নগুলো যেই টপিকস থেকে এসেছে সেই টপিকস টা উপড়ে ফেলো। মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস ও সাজেশন ২০২৪

13)সেল্ফ কনফিডেন্স বাড়াও, একটা যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় সিট থাকে সেইটা আমার।

14)স্রষ্টার কাছে নিয়মিত প্রার্থনা কর, তোমার পরিশ্রম ও আল্লাহর ইচ্ছা দুইয়ে মিলেই তুমি হবে আগামি দিনের ডাক্তার।


15)সময় নষ্ট করোনা, এমনভাবে পড় চান্স যদি মা পাও মনে যেন না হয় ইস আরেকটু ভাল করে পড়লে হয়ে যেত।

16)0.25 নম্বরের জন্যে হাজার হাজার ছাত্রছাত্রীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পায়না।

17)40 নম্বরের কম পেলে প্রাইভেট মেডিকেল কলেজে ও ভর্তি হওয়া যাবেনা।

18)জীবন একটা রেস এখানে থামার মত কোন সময় নেই, তুমি যতদিন দৌড়াবে ততদিন এগিয়ে থাকবে, যেদিন থেমে যাবে সেদিন থেকে পিছিয়ে যেতে থাকবে।

19)যেইটা বুঝতে সমস্যা হবে সেইটা এখন শুধু মনে রেখে দাও সঠিক উত্তর কোনটি।

20)ছোট ছোট ম্যাথ গুলো মুখস্থ করে নাও।

21)বায়োলজি, কেমিস্ট্রিফিজিক্স ভালো করে পড়, আশা করি এতেই চান্স হবে।

22)আমি নিজে ইংলিশ দাগাইনি বললেই চলে, ৮৫ টা দাগাইছিলাম, ৬৮.৫ পেয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এ চান্স হয়েছিল আমার, ১৫২৭ তম মেরিট লিস্টে ছিলাম।

ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্যে কিভাবে পড়বেন জেনে নিন এখান থেকে- মেডিকেল ভর্তির পরীক্ষায় প্রথম হওয়ার জন্যে যেভাবে পড়তে হবে

23) অনেকে ভাবে ঢাকায় কোচিং করতে হবে, সেইটা আসলে তাদের ভুল ধারণা। তুমি যদি ভালোভাবে পড় তবে কোচিং না করেও চান্স পেতে পারো। তবে আমি দিনাজপুর এ কোচিং করেছিলাম।

24)সবচেয়ে বড় কথা আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, আমার সময় মাদ্রাসায় আলাদা কোন ইংলিশ গ্রামার ছিলনা। তাই মাদ্রাসার শিক্ষার্থীদের বলছি তুমি মাদ্রাসায় পড় বল পিছিয়ে যেওনা, জয় ছিনিয়ে আনা অসম্ভব কিছু না শুধু লেগে থাকো শেষ পর্যন্ত।

25)আবার ও বলতেছি অনলাইনে না থেকে টেবিলে গিয়ে বই খুলে দাগিয়ে দাগিয়ে পড়তে শুরু কর।
26) একটা আইডিয়া অনেকের কাজে লাগতে পারে, আপনার সব সাব্জেকট গুলোকে টপিক অনুযায়ী /সূচিপত্র একটা বড় পেপারে লিখেন।  যেদিন যেই টপিক্স টা পড়বেন সেদিন সেটা টিক চিহ্ন দিবেন।সব টপিক্স গুলো পরীক্ষার ৭ দিন আগে একবার শেষ করে ফেলুন। আপনার মত করে একটা রুটিন বানিয়ে নিন। খুব দ্রুত ২ মাসে কিভাবে শেষ করবেন,কোনটা বাকি আছে,কোনটায় দুর্বল বেশি সেখানে টিক দিয়ে রাখেন। উপরের প্লানিং টা তৈরি করে, চোখের সামনেই রাখবেন, যখন ই দেখবেন, তখনই আপনার পড়তে ইচ্ছে করবে, এবং কি কি পড়া হইছে আর কতটুকু বাকি আছে সব দেখতে পাবেন।

2৭) মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে টিপস পোস্ট টি শেয়ার করবেন প্লিজ।

আরও পড়ুনঃ

১. মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে ও মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২০২৪

২. কম জিপিএ নিয়ে মেডিকেল চান্স পাওয়ার জন্যে যা করতে হবে এবং যারা কম জিপিএ নিয়ে মেডিকেলে চান্স পেয়েছেন

৩. মেডিকেল ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২৪

Author :
Dr Md Noman Islam Nirob,
MBBS(Rangpur Medical College)
CEO, www.doctorsgang.com

Leave a Comment