মেডিকেল ভর্তি পরীক্ষা সাজেশন : প্রানী বিজ্ঞান

প্রাণী বিজ্ঞান থেকে প্রায় ১৫ টির মত প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, প্রানী বিজ্ঞান এর বেশিরভাগ প্রশ্ন নিচের টপিকস গুলো থেকেই এসেছে গত বছর গুলোতে। অন্তত দুটি বোর্ড বই ভালোভাবে মুখস্থ করে ফেলবা, যারা একটু রিস্ক নিতে চাও শুধু তাদের জন্যে এ সাজেশন। আবার ও বলছি। আগে বোর্ড বই ভালো করে পড়ে ফেল, পড়ে সাজেশন ফলো করবে। ভালো ব্যাসিক এর কোন বিকল্প নেই মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্যে। যেগুলোতে স্টার বেশি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো কম স্টার সেগুলোও অনেক গুরুত্বপূর্ণ। কেননা ১ মার্কস এর জনেও তোমার চান্স নাও হতে পারে।

বায়োলজি দ্বিতীয় পত্রের অধ্যায় ২,৩,৮,১১ খুব গুরুত্বপূর্ণ , গতবছর গুলোতে প্রায় দুটি করে প্রশ্ন এসেছিল অনেকবার।

★★★★★পরিপাক ও শােষণ, রক্ত সঞ্চালন,
স্বাসক্রিয়া ও শ্বসন, চলন অঙ্গ চালনা,
সমন্বয় ও নিয়ন্ত্রণ, শ্রেণী বিন্যাস ও
বিভিন্নতা।
★★★★ হাইড্রা , বর্জ্য ও নিষ্কাশন, প্রতিরক্ষা, জীন তত্ত্ব।
★★★, ঘাস ফড়িং, রুই মাছ, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীর আচরণ, বিবর্তন।

★★★★★ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাসঃ
প্রতিসাম্য, সিলােম, নিডারিয়া, আথ্রোপােডা, কর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য ও উদাহরণ। প্রাণিজগতের প্রধান পর্ব সমূহের (Platyhelminthes, Nematoda, Mollusca, Echinodermata) অনন্য বৈশিষ্ট্য ও
উদাহরণের ছক।
★★★★★ প্রাণীর পরিচিতিঃ

★★★★★হাইড্রা:
হাইড্রার অভ্যন্তরীণ গঠন ও শ্রম বিন্যাস, আদর্শ নিডােসাইটের গঠনখ**, নেমাটোসিস্টের প্রকারভেদ, হাইড্রার
চলন পদ্ধতি*, মিথােজীবিতার উদাহরণ।

★★★ ঘাস ফড়িং
মুখােপাঙ্গের বিভিন্ন অংশ, রক্ত সংবহন , পুঞ্জাক্ষির গঠন ও প্রতিবিম্ব সৃষ্টির পদ্ধতি, রূপান্তর ও পার্থক্য সমূহ, রূপান্তরে হরমােনের ভূমিকা

★★★ রুই মাছ।
বায়ু থলি, ফাইসােসটমি, ফাইসােক্লিস্টি মাছের উদাহরণ (রেটিনা ডাইজেস্ট), আঁইশ ও লেজ এর ধরণ, হৃদপিণ্ডের প্রকোষ্ঠ

★★★★★ মানব শারীরতত্ত্ব ও পরিপাক ও শোষণ :
স্বাদ কোরকের অবস্থান, দাতের সংখ্যা ও দন্ত সংকেত, যকৃত লালাগ্রন্থি (বিস্তারিত), মুখ গহ্বর, পাকস্থলির গ্রন্থির নিঃসরণ, অগ্ন্যাশয়, আন্ত্রিক রসে বিদ্যমান এনজাইমের নাম, যকৃত, অগ্ন্যাশয়, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র এর সনাক্তকারী বৈশিষ্ট্য, পরিপাকে হরমোনের ভূমিকা, ধূলত (BMI হক)।

★★★★★ মানব শারীরতত্ত্বঃ রক্ত ও রক্ত সঞ্চালন
তিন ধরনের রক্ত কণিকার বিস্তারিত (শ্বেত রক্ত কণিকার কাজ), লসিকা-বৰ্ণনা, হৃদপিন্ডের স্তর, আবরণ, প্রকোষ্ঠ, কপাটিকা, সিস্টোল ও ডায়াস্টোলের সময়কাল, পেসমেকার, রক্তচাপ ও ব্যারােরিসেপ্টর, সিস্টেমিক ও পালমােনারী সংবহন তন্ত্র, হৃদরােগ নির্ণয়ের পরীক্ষা, ওপেন হার্ট সার্জারি ও এনজিওপ্লাস্টি।

★★★★★ মানব শারীরতত্ত্বঃ শ্বাসক্রিয়া ও শ্বসন
শ্বসন বৃক্ষ, অ্যালভিওলাসের গঠন, সরফেকট্যান্ট এর কাজ ও নিঃসরণের সময়, নিঃশ্বাস ও প্রশ্বাসের সময় পেশী সমূহের অবস্থা, প্রশ্বাস ও নি:শ্বাস নিয়ন্ত্রণের কেন্দ্র, 02 ও C0, পরিবহন (সংখ্যাবাচক তথ্য), শ্বাসরঞ্জক বা হিমােগ্লোবিন, প্যারান্যাসাল সাইনাস সমূহের নাম।
★★★★ মানব শারীরতত্ত্ব ঃ বর্জ্য ও নিষ্কাসন
বৃক্কের অভ্যন্তরীণ গঠন, নেন বিস্তারিত (বিভিন্ন অংশ ও সংগ্রাহী নালীর ছক)

মূত্র সৃষ্টির ধাপ, মূত্রের বৈশিষ্ট্য, উপাদান, রেচন ও অসমােরেগুলেশনে বৃক্কের ভূমিকা (বিস্তারিত) ।
★★★★★ মানব শারীরতত্ত্ব ও চলন ও অঙ্গচালনা
(করােটিকা, মুখমন্ডলীয়, কার্পাল, টার্সাল) অস্থি সমূহের শুধু নাম ও সংখ্যা, হিউমেরাস, ফিমার ও
কশেরুকার শনাক্তকারী বৈশিষ্ট্য, বক্ষপিঞ্জর, আন্ত: কশেরুকার ছি, ভার্টিব্রাল ক্যানেল, হ্যাভারসিয়ান তন্ত্র, তরুণাস্থির প্রকারভেদ ও উদাহরণ, অস্থি ও তরুনাস্থির পার্থক্য, ৩ ধরনের পেশির পার্থক্য, অস্থিসন্ধি
★★★★★ মানব শারীরতত্ত্ব ও সমন্বয় ও নিয়ন্ত্রণ
মস্তিষ্কের বিভিন্ন অংশের নাম ও কাজ***, CSF, মেনিনজেস, করােটিক স্নায়ুর ছক*****, চোখের বিভিন্ন অংশের গঠন ও কাজ, চক্ষু পেশীর নাম, কর্ণের অংশ সমূহের নাম ও কাজ, অন্ত:ক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির ও নি:সৃত হরমােনের নাম, হরমােনের ছক, পিটুইটারি, প্যারাথাইরয়েড,এড্রেনাল
(বিস্তারিত)

★★★ মানব জীবনের ধারাবাহিকতাঃ
পুরুষ ও স্ত্রী জননতন্ত্রের অংশ গুলোর নাম ও কাজ, স্পার্মাটোজেনেসিস ও উওজেনেসিস এর পার্থক্য,
রজ:চক্র(বিজ্ঞরিত)*, দুগ্ধ ও গর্ভকালীন হরমােন সমূহের কাজ, মানব জ্বণের পরিস্ফুটন, ৩টি জ্বণীয় স্তরের পরিণতি , অমরা, আবরণী (কাজ) যৌন বাহিত রােগের নাম ও জীবাণুর নাম।
★★★★ মানব দেহের প্রতিরক্ষাঃ
প্রতিরক্ষা কোষ সমূহের কাজ , প্রতিরক্ষা স্তর ও এদের উপাদান সমূহ, এন্টিবডির গঠন, প্রকারভেদ ও কাজ, ভেক্সিনের প্রকারভেদ, কমপ্লিমেন্ট, ইন্টাফেরন, ফ্যাগােসাইটোসিসের ধাপ,
অপসােনাইজেশন (বিস্তারিত)।
★★★★ জীন তত্ত্ব ও বিবর্তনঃ
মেন্ডেলের সূত্র সমূহের নাম, অনুপাত, ব্যতিক্রমের নাম, অনুপাত, উদাহরণ, লিথাল জিন-বৈশিষ্ট্য ও এর প্রভাবে সৃষ্ট রােগ, সেক্স লিঙ্কড ডিসঅর্ডারস (ছক), AB0 Blood Group, Rh Factor, হিমােফিলিয়া
(বিস্তারিত)।
★★★ প্রাণীর আচরণঃ
★★★★★ ট্যাক্সেস (বিস্তারিত), FAP, প্রতিবর্ত ক্রিয়া, মৌমাছি
রেটিনা

Leave a Comment