medical news today

নার্সিং ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২২ : সিলেবাস, বই, সিট, শর্তাবলি

নার্সিং ভর্তি পরিক্ষা বিজ্ঞপ্তি ২০২২
নার্সিং ভর্তি পরিক্ষা বিজ্ঞপ্তি ২০২২

নার্সিং ভর্তি পরীক্ষার আপডেট ২০২২

বিষয়বর্ননা
নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ২০ মে ২০২২
নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২সাধারণত পরীক্ষার ৩-৫ দিনের মদ্ধেই দেওয়া হয়।
নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২২
নার্সিং ভর্তি পরীক্ষার পেমেন্ট জমা দেওয়ার শেষ দিন২১ এপ্রিল ২০২২
নার্সিং ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড দিন১৪ এপ্রিল ২০২২
বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার ফি৭০০ টাকা
ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফি৫০০ টাকা
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফি৫০০ টাকা
বিস্তারিতঅফিসিয়াল ওয়েবসাইট
আমাদের ফেসবুক গ্রুপ এ যোগ দিন আপডেট পেতে
নার্সিং ভর্তি পরীক্ষার আপডেট নিউজ ২০২২

নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২১-২০২২

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল
২০৩, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী, বিজয়নগর, ঢাকা-১০০০,
ফোনঃ ২২৩৩৮৪১৫৯
ই-মেইল: info@bnmc.gov.bd
ওয়েব সাইট:www.bnmc.gov.bd
তারিখঃ ৩০ মার্চ ২০১২ খ্রিঃ
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি
সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে নিম্নলিখিত শর্তে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নার্সিং ভর্তি পরীক্ষার শর্তাবলি ২০২২

1. প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
2. আবেদনকারীকে ২০২০ খ্রিঃ বা ২০২১ খ্রিঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৮ খ্রিঃ বা ২০১৯ খ্রিঃ এসএসসি বা সমমানের পরীক্ষায় উতীর্ণ হতে হবে।
3. ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং): বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমানের ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমােট ন্যূনতম জিপিএ (GPA) ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহণযােগ্য হবে এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
4. ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্দ্র মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারিঃ যে কোন বিভাগ হতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমােট ন্যূনতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (GPA) ২.৫০ এর কম গ্রহণযােগ্য হবে না
5. ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের ২০ শতাংশ ভর্তিযােগ্য হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবেন।
6. নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য (Details instruction for application) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট –www.mefwd.gov.bd, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট-www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট-
www.bnme.gov.bd এর মাধ্যমে জানা যাবে।
7. এক ঘণ্টার ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস:
(ক) বিএসসি ইন নার্সিং কোর্সের নম্বর বিভাজনঃ বাংলা-১০, ইংরেজি-১০, গণিত-১০, বিজ্ঞান-৩০ (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন)
এবং সাধারণ জ্ঞান-২০ অর্থাৎ সর্বমােট-১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
(খ) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড/মিডওয়াইফারি/ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বিভাজনঃ বাংলা-২০, ইংরেজি-২০,
গণিত-১০, সাধারণ বিজ্ঞান-২৫ এবং সাধারণ জ্ঞান-২৫ অর্থাৎ সর্বমােট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
8. এসএসসি ও এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
★ এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৪ গুণিতক = ২০ নম্বর (সর্বোচ্চ);
★ এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৬ গুণিতক = ৩০ নম্বর (সর্বোচ্চ);
★MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা = ১০০ নম্বর, সর্বমােট = (২০+৩০+১০০) = ১৫০ নম্বর।
9.  লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদুর্ধ নম্বর প্রাপ্তগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন।
10. ভর্তি পরীক্ষার ফি: বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০/- (সাতশত) টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড মােবাইল থেকে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।
11. সরকারি নার্সিং কলেজ/ইনস্টিটিউট এ মুক্তিযােদ্ধার সন্তান এবং সন্তানের সন্তানদের জন্য মােট আসনের ২% সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৯৮% আসনের মধ্যে ৬০% প্রার্থী জাতীয় মেধা কোটা এবং ৪০% প্রার্থী জেলা কোটায় নির্বাচন করা হবে
12.  মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাক্রমে মুক্তিযােদ্ধা সনদের স্মারক নম্বর/সনদ নম্বর ও তারিখ অনলাইন আবেদনে অবশ্যিকভাবে এন্ট্রি করতে হবে।
13. নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল মর্মে গণ্য হবে।

নার্সিং ভর্তি পরীক্ষার সিলেবাস 2021-2022

বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার নম্বর বন্টন ২০২২

  1. বাংলা-১০,
  2. ইংরেজি-১০,
  3. গণিত-১০,
  4. বিজ্ঞান-৩০ (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন)
    এবং
  5. সাধারণ জ্ঞান-২০
  6. মোট-১০০ নম্বরের

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড/মিডওয়াইফারি/ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বন্টন ২০২২

  1. বাংলা-২০,
  2. ইংরেজি-২০,
  3. গণিত-১০,
  4. সাধারণ বিজ্ঞান-২৫ এবং
  5. সাধারণ জ্ঞান-২৫
  6. মোট -১০০ নম্বর

নার্সিং ভর্তি পরীক্ষার জন্যে যেসব বই পড়তে হবে –

Nursing admission Book list doctors gang লিখে গুগল সার্চ করুন। তাহলে আমাদের বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। অতিশিঘ্রই আমাদের ওয়েবসাইটে বাংলায় যুক্ত করা হবে নার্সিং ভর্তি পরীক্ষার বইয়ের তালিকা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলি – ভর্তি পরীক্ষার দিন যা করবেন

১) OMR Sheet এর উপর ১০ (দশ) অংকের Set code টি প্রশ্নপত্রে উল্লিখিত Set code এর সাথে না মিললে প্রশ্নপত্রটি পরিবর্তন করে
নিতে হবে।
২) Roll No. এবং Serial No. এর প্রতিটি ঘর পূরণ করতে হবে । Roll No. এবং Serial No. এর জন্য নির্দিষ্ট বৃত্তসমূহ কালাে কালির
বলপয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে।
৩) বৃত্তগুলাে এমনভাৱে ভরাট করতে হবে যেন ভিতরের লেখাটি দেখা না যায়।
৪) প্রবেশপত্রে ব্যবহৃত স্বাক্ষর অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে । উত্তরপত্র ও আবেদনপত্রে ব্যবহৃত নাম ও স্বাক্ষর অভিন্ন হতে হবে।
৫) পরীক্ষার্থী কর্তৃক প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্র (OMR Sheet) টি প্রার্থী নিজ দায়িত্বে সাবধানতার সাথে আলাদা করে উত্তর প্রদান শুরু কর
৬) প্রশ্নপত্রের সাথে দেয়া উত্তরপত্রে প্রতিটি প্রশ্নের জন্য চারটি সম্ভাব্য উত্তরের বৃত্ত রয়েছে। তার মধ্য হতে সঠিক উত্তরের বৃত্তটি পরিচ্ছন্নভাবে
সম্পূর্ণ ভরাট করতে হবে।
৭) উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা ছাড়া এবং নির্দেশিত স্থান ব্যতীত অন্য কোন স্থানে কিছু লিখা সম্পূর্ণ নিষিদ্ধ। লিখলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে।
৮) হল পরিদর্শকের নিকট উত্তরপত্র জমা দেয়ার পূর্বে পরীক্ষার্থী কর্তৃক অবশ্যই প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
৯) খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে। কোন পৃথক কাগজ ব্যবহার করা যাবে না। প্রশ্নপত্রের কোন অংশ ভেঁড়া যাবে না কিংবা কারও সাথে
বদল করা যাবে না। প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে অবশ্যই ফেরত দিতে হবে।
১০) পরীক্ষা শেষে ইনভিজিলেটরগণ প্রশ্নপত্র ও উত্তরপত্র (0MR Sheet) আলাদা আছে কিনা তা নিশ্চিত করে নিবেন। উত্তরপত্র ও প্রবেশপত্রের নাম ও স্বাক্ষর অভিন্ন হতে হবে।
১১) পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে । উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে পরিদর্শকের নাম ও স্বাক্ষর গ্রহণ করতে হবে।
কর্তব্যরত পরিদর্শকের নাম ও স্বাক্ষরবিহীন উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
১২) পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হলসুপার/ কক্ষ-পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে দেওয়া হবে না ।
১৩) পরীক্ষার্থীকে আসদুপায় অবলম্বন অশ্ববা বিশৃক্সখলা সৃষ্টি করতে কিংবা অন্যের সাহায্য নিতে দেখা গেলে আইন অনুযায়ী শান্তিমূলক ব্যবস্থা নেওয়া
হবে এবং তার উত্তরপত্র বাতিল হয়ে যাবে।
১৪) পরীক্ষার হলে মােবাইল ফোন, ইলেকট্রনিক্স/ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করা ও ব্যবহারসহ সব ধরনের ক্যালকুলেটর, হাত ঘড়ি বা পকেট
ঘড়ি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কেউ এই সব জিনিস/উপকরণ ব্যবহার করেন তবে, তার উত্তরপত্র বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫) পরীক্ষার্থী পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং অবশ্যই দুই কান খােলা রাখবেন। প্রয়ােজনে পরীক্ষার্থীকে
সনাক্তকরণের জন্য হল পরিদর্শকগণ পরীক্ষার্থীর মুখমন্ডল খােলার নির্দেশনা দিতে পারবেন।

নার্সিং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে কি?

না, নার্সিং ভর্তি পরীক্ষায় কোন ধরনের ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে না। উপরের ১৪ নম্বর পয়েন্টে বিস্তারিত বর্ননা করা হয়েছে।

নার্সিং ভর্তি পরীক্ষার জন্যে কি কি বই পড়তে হয়?

nursing admission book list doctors gang লিখে গুগল সার্চ করুন, বিস্তারিত জানতে সেটি পড়ে ফেলুন।

আরও পড়ুন:

1 thought on “নার্সিং ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২২ : সিলেবাস, বই, সিট, শর্তাবলি”

  1. Pingback: নার্সিং ভর্তি পরীক্ষার সিলেবাস 2022 — Doctors Gang

Leave a Comment