১৬ জানুয়ারি, ২০২১ বীরগঞ্জ পৌরসভা নির্বাচন| বীরগঞ্জ নিউজ
বীরগঞ্জ নিউজ |
মোছাঃ নিশাদ বানু বলছেন,
তিনি দীর্ঘ দিন থেকে বীরগঞ্জ পৌরসভা বাসীদের উন্নয়ন, জীবন যাত্রার মান, ও শিক্ষা নিয়ে সেবা করে যাচ্ছেন। ২০২১ সালের হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানিয়েছেন। এবং বীরগঞ্জ বাসীর কাছে আসন্ন নির্বাচনে সফল হওয়ার জন্যে ছোট বড়, ছেলে - মেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
- তিনি আরো বলেছেন যে, তিনি জয় যুক্ত হলে বীরগঞ্জ পৌরসভার উন্নয়ন নিয়ে সর্বাত্মক চেষ্টা করে যাবেন,
- তার এলাকায় বঞ্চিত ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ করে দিবেন।
- অনৈতিক কর্মকান্ডে লিপ্ত সন্ত্রাসী, মাদকাব্যাবসায়ীদের বিরুদ্ধে লড়াই করে যাবেন
- বীরগঞ্জ উপজেলা কে একটি রোল মডেল হিসেবে রুপ দেওয়ার চেষ্টা করে যাবেন।
1,2 ও 3 নম্বর ওয়ার্ডবাসী বীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে মোছাঃ নিশাদ বানুকে অটোরিকশা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন এবং 1,2 ও 3 নম্বর ওয়ার্ডবাসীর জন্যে সেবা করার সুযোগ দিন।
বীরগঞ্জ উপজেলা নিউজ, বীরগঞ্জ খবর, বীরগঞ্জ নিউজ ইত্যাদির আপডেট পেতে আমাদের সাথে থাকুন
১৬ জানুয়ারি, ২০২১ বীরগঞ্জ পৌরসভা নির্বাচন| বীরগঞ্জ নিউজ
Reviewed by Noman Islam Nirob
on
Wednesday, January 06, 2021
Rating:

No comments: