North Bengal Healthcare Foundation(NBHF)
নর্থ বেংগল হেলথকেয়ার ফাউন্ডেশন
একটি সেচ্ছাসেবী ও সামাজিক প্রতিষ্ঠান, সাধারণ মানুষ চিকিৎসা সেবা পেতে গিয়ে যে দুর্ভোগ পোহায় তা নিরসনের লক্ষ্য নিয়ে নর্থ বেংগল হেলথকেয়ার ফাউন্ডেশন এর যাত্রা।
নর্থ বেংগল হেলথকেয়ার ফাউন্ডেশন এর কাজঃ
1) রোগী ও রোগীর রিলেটিভসদের থাকার সুব্যবস্থা করা।
2)রোগী ও রোগীর রিলেটিভসদের গোসলের সুব্যবস্থা করা।
3)রোগী ও রোগীর রিলেটিভসদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা করা।
4)রোগী পরিবহনের সুব্যবস্থা করা।
5)ডাক্তার দেখানোর জন্যে অগ্রিম সিরিয়ালের ব্যাবস্থা করা।
6)কোন পরিক্ষা কোন ডায়গনষ্টিক সেন্টারে ভালো ও সুলভে করা যায় তা জানানো।
7)পরিক্ষা নীরিক্ষায় সর্বোচ্চ কমিশনের ব্যাবস্থা করা।
8)হাস্পাতালে ভর্তি রোগিদের খোজখবর রাখা
9)হাস্পাতালে ভর্তি রোগিদের রোগ ডায়াগনোসিস করতে সহায়তা করা।
10)হাস্পাতালে বিনামূল্যে প্রাপ্ত ঔষধের প্রাপ্যতা নিশ্চিত করা।
11)কোন ফার্মেসীতে সুলভ মূল্যে ঔষধ পাওয়া যাবে তা জানানো।
12)রোগীর প্রয়োজনে ব্লাডের ব্যবস্থা করে দেওয়া।
13)গরীব রোগিদের জন্যে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা।
নর্থ বেংগল হেলথকেয়ার ফাউন্ডেশন এর লক্ষ ও উদ্দেশ্য ঃ
1)চিকিৎসা সেবার মান উন্নয়ন করা।2)দালাল বা প্রতারক শ্রেণির হাত থেকে রোগিদের মুক্ত রাখা।
3)সুলভ মুল্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছে দেওয়া।
4)চিকিৎসা ব্যাবস্থার উপর মানুষের আস্থা নেই বললেই চলে তা ফিরিয়ে আনা।
নর্থ বেংগল হেলথকেয়ার ফাউন্ডেশন এর কর্ম পরিধিঃ
আমাদের সেবাগুলো প্রথমত রংপুরে আগত রোগিদের জন্যে থাকবে।দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নিলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের যে সকল রোগি চিকিৎসা সেবার জন্যে রংপুর এ আসে, তাদের জন্যে আমরা আমাদের সেবা প্রদান করব।
নর্থ বেংগল হেলথকেয়ার ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করবেন যেভাবেঃ
ডাঃ মোঃ আমিনুল ইসলাম
মেডিকেল অফিসার, গাইবান্ধা ডায়বেটিক সমিতি,গাইবান্ধা।মোবাইল নম্বর ঃ 01717948718
মোঃ নোমান ইসলাম নিরব
৪৬তম এমবিবিএস, রংপুর মেডিকেল কলেজ।
মোবাইল নম্বর ঃ 01521470125
মোবাইল নম্বর ঃ 01521470125
North Bengal Healthcare Foundation
Reviewed by Noman Islam Nirob
on
Monday, December 21, 2020
Rating:

No comments: