টাক মাথায় চুল গজানোর সবচেয়ে ভালো পদ্ধতি প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা(পিআরপি) চিকিৎসা

টাক মাথায় চুল গজানোর সবচেয়ে ভালো ও শতভাগ  কার্যকর পদ্ধতি প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা(পিআরপি) চিকিৎসা  

পিআরপি কি?

পিআরপি(PRP) এর পূর্ণরুপ হচ্ছে Platelet Rich Plasma এটি নন হায়ালুরোনিক এসিড ফিলার প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা(রক্তরস)। দেহ থেকে রক্ত সংগ্রহ করে একটি বিশেষ জেলে ও ক্যালসিয়ামে সমৃদ্ধ করে টিউবে রেখে দেওয়া হয়, তারপর 

রক্ত সমৃদ্ধ  টিউবগুলো সেন্ট্রিফিউজ মেশিনে বসিয়ে সেন্ট্রিফিউজ করা হয়, একটি বিশেষ প্রক্রিয়ায়। এবং প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা কালেকশন করা হয়। টিউবের উপরের অংশে হালকা হয়ে থাকে তাই প্লাজমা রোগীর টাক মাথায় এক বিশেষ পক্রিয়াতে পিআরপি(PRP) প্রয়োগ করা হয়। এবং তা এক  থেকে চার মাসের মধ্যে দ্রুত টাক মাথায় চুল গজাতে সাহায্য করে।

জেনে নিন ঃ খুশকি দূর করার উপায়।

পিআরপি কীভাবে কাজ করে?

প্লাটেলেট সমৃদ্ধ প্লাজমায় বা Platelet Rich Plasma (PRP) থাকে অনেক পুষ্টিকর উপাদান। যেমন- 

platelet derived growth factor বা পিডিজিএফ,

transforming growth factor, ডিইজিএফ(derived endothelial growth factor) , আইজিএফ(inhibitory growth factor), এএফজি এবং টিএসপি-ওয়ান ইত্যাদি। যা রোগীর চুলের ফলিকলে থাকা কোষগুলোকে ইত্তেজনা প্রদান করে টাক মাথায় দ্রুত চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, চুল এর গোড়া মোটা করে,অধিক কালো করে,চুলের রুক্ষতা দূর করে। 

পিআরপি চিকিৎসা কার জন্যে প্রয়োজন ঃ

  • যাদের মাথার চুল পড়ে যাচ্ছে  দিনে ১০০ টির বেশি। 
  • এন্ড্রজেনিক এলোপেসিয়া
  • এলোপেশিয়া এরিয়েটা

পিআরপি চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া :

পিআরপি দেয়ার সময় মৃদু ব্যাথা লাগে তবে লোকাল এনেস্থিসিয়া দিয়ে ব্যাথামুক্ত ভাবেও করা যায়।

সকল কাজ করা যাবে। 

পিআরপি দেয়ার পর কোন ব্যাথা থাকে না।  পিআরপি থেরাপির কোন প্বার্শ-প্রতিক্রিয়া নেই। 

পিআরপি থেরাপির সুবিধা : 

  1. সহনীয় পদ্ধতি, 
  2. সহজে করা যায়, 
  3. ফলাফল অত্যন্ত ভালো , 
  4. নিরাপদ,
  5. পার্শ্বপ্রতিক্রিয়াহিন, 
  6. ও নন-এলার্জিক।

পিআরপি থেরাপির অসুবিধা :

  • বিশেষ মেশিন প্রয়োজন, 
  • সময় ব্যয় হয় 
  • বিশেষ ট্রেনিং প্রয়োজন। 

এজন্য খরচ একটু বেশি হয়ে যেতে পারে। ৫ থেকে ৮ বার চিকিৎসা নিতে হয়। সেন্টার ভেদে খরচ ভিন্ন হবে। ২০,০০০ থেকে ৮০,০০০ টাকা খরচ হতে পারে।। তবে এই পদ্ধতির ফলাফল প্রায় শতভাগ ( ৯৯ -১০০%)। 

চুল গজানোর ও চুল পড়া কমানোর সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি। 

পিআরপি থেরাপি বর্তমানে চুল গজাতে একটি অভিনব ও সারা জাগানো পদক্ষেপ। সারা বিশ্বে এটি এক আলোড়ন  সৃষ্টি করেছে। নারী-পুরুষ সবার জন্য এটি সহজে ও অল্প খরচে একটি সহনীয় পদ্ধতিতে করা যায়। এতে কোন পার্শ্বপতিক্রিয়া নেই। বর্তমানে এটি প্রায় শতভাগ কাজ করে ৯৯ থেকে ১০০ ভাগ।

Doctors Gang
Share on:

Leave a Comment

Scroll to Top