Advertise with us for your Diagnostic Center, Doctor's Profile, Medical Shop etc.

Email : nomanislamnirob@doctorsgang.com

মেডিকেল ভর্তি পরিক্ষা মডেল টেস্ট। পদার্থ বিজ্ঞান। Doctors Gang

মেডিকেল ভর্তি পরীক্ষা মডেল টেস্ট 

বিষয় : পদার্থ বিজ্ঞান 

অধ্যায়ঃ ১ – ভৌত জগৎ ও পরিমাপ

মার্ক্স ১০
পাশ মার্ক্সস: ৬
সময় 6 মিনিট

1)1 মাইল ও 1 কিলােমিটার দূরত্বের মধ্যে পার্থক্য মিটারে কত ?
(ক) 0.629m
(খ) 0.906m
(গ) 0.960m
(ঘ) 0.609m

2) নিক্তি অনুভূমিক না থাকলে যে ত্রুটি হয় তাকে বলে।
(ক) লম্বন ক্রটি
(খ) শূন্য ত্রুটি
(গ) লেভেল ক্রটি
(ক) পিছুট ক্রটি

2) পর্যবেক্ষণজনিত ত্রুটি কোনটি ?
(ক) পিছুট ত্রুটি
(খ) লেভেল ক্রটি
(গ) এলােমেলাে ক্রটি
(ঘ) লম্বন ত্রুটি

3) পর্যবেক্ষকের দৃষ্টির দিকের পরিবর্তনের কারণে লক্ষ্যবস্তুর অবস্থানের আপাত পরিবর্তন হওয়ার কারণে পরিমাপে যে ক্রটি হয় তাকে কী বলে ?
(ক) ব্যক্তিগত ত্রুটি
(খ) লম্বন ক্রটি
(গ) সূচক ক্রটি
(ঘ) এলােমেলাে ত্রুটি

4) এক ইঞ্চি সমান নিচের কোনটি ?
(ক) 2.54 x 104 মাইক্রোন।
(খ) 2.54 x 105 মাইক্রোন
(গ) 2.54 x 10-4 cm
(ঘ) কোনােটিই নয়

5) স্ক্রু ক্ষয় হওয়ার ফলে যন্ত্রে যে ক্রটির উদ্ভব হয় তাকে কী বলে?
(ক) ব্যাক্তিগত ক্রটি
(খ) সূচক ত্রুটি
(গ) পিছট ক্রটি
(ঘ) লেভেল ক্রটি।

6) একটি ডার্নিয়ার স্কেলের প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে কী বলে?
(ক) লঘিষ্ঠ গণন
(খ) পিচ
(গ) ভার্নিয়ায় ধ্রুবক
(ঘ) খন্ডাংশ

7) একটি স্কুগজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ রুুুপে একবার ঘুৱালে রৈখিক স্কেল বরাবর স্কেল্টি যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
(ক) পিচ
(খ) ভার্নিয়ার ধ্রুবক
(গ) লঘিষ্ঠ গণন।
(ঘ) খণ্ডাংশ

8) একটি স্ফেরােমিটারের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে
কী বলে ?
(ক) লঘিষ্ঠ গণন।
(খ) ভার্নিয়ার ধ্রুবক
(গ) পিচ
(ঘ) খণ্ডাংশ।
9) স্কুগজ বা স্ফেরােমিটারের লঘিষ্ঠ গণন হচ্ছে-
(ক) বৃত্তাকার স্কেল ভাগসংখ্যা/পিচ
(খ) বৃত্তাকার স্কেল ভাগসংখ্যা x পিচ
(গ)পিচ/ভবৃত্তাকার স্কেল ভাগসংখ্যা
(ঘ) পিচ + বৃত্তাকার স্কেল ভাগসংখ্যা

10)মৌলিক একক হলাে—
i. মিটার ও কেলভিন ii. সেকেন্ড ও অ্যাম্পিয়ার iii. ক্যান্ডেলা ও মাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii.
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও ইইই

সবগুলোর সঠিক উত্তর দিয়ে ওএমআর শিট এ পুরন করুন। 
উত্তর জানতে ভিজিট করুন
এই ওয়েবসাইটে মেডিকেল ভর্তি পরিক্ষার্থীদের জন্যে ফ্রি মডেল টেস্ট থাকবে প্রতিদিন যেকোন বিষয় এর উপর একটি করে।  নিজেকে যাচাই করুন Doctors Gang এর সাথে থাকুন। 
প্রতিদিন এর যেসব প্রশ্ন পাবেন উত্তর তার ৪-৫ ঘন্টার মধ্যে আমরা পাব্লিশ করে দিবো। ইনশায়াল্লাহ।
আগামী দিনের টপিকঃ পদার্থ বিজ্ঞান ঃ দ্বিতীয় অধ্যায় -ভেক্টর 

Doctors Gang
Share on:

About The Author

Leave a Comment

Scroll to Top